ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সরিসরি সেপ্টেম্বর মাসে ট্রেন চালু হচ্ছে : রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন

 


ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সরিসরি সেপ্টেম্বর মাসে ট্রেন চালু হচ্ছে : রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন


 মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।


চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী দোহাজারী- কক্সবাজার রুটের ট্রেন চলাচলের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি সাম্প্রতিক সময়ে কক্সবাজার রেল লাইনের অগ্রগতি পরিদর্শন করেছেন।


বর্তমানে এই রেলপথে কাজে অগ্রগতি ৮০ শতাংশের বেশি বলে জানান চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ আবুল কালাম চৌধুরী।


তিনি বলেন, আগস্টের মধ্যে আমাদের অবশিষ্ট কাজ শেষ হবে। সেপ্টেম্বর এই রেলপথের উদ্বোধন হবে। এই টার্গেট নিয়ে আমরা কাজ এগিয়ে নিচ্ছি।


আগামী সেপ্টেম্বরে চালু হচ্ছে ঢাকা- চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন সেবা। এটা ট্রেনে ভ্রমণকারীদের জন্য সুখবর।


প্রথমে ট্রায়াল চালু হবে চট্টগ্রাম থেকে ২ টি ট্রেন। একটি ১ সেমি ননস্টপ, ১ টি লোকাল। তার কিছু দিন পর চালু হবে ঢাকা থেকে ২ টা। ১ টি ননস্টপ, ১ টি সেমি ননস্টপ। ডিসেম্বরের মধ্যে সিলেট থেকে কক্সবাজার ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে।


এই রুটে ট্রেনের ভাড়া হবে ঢাকা হতে নন এসি ৭০০ – ৮৫০ টাকা। এসি ১৪০০ থেকে ১৫০০ টাকা। চট্টগ্রাম থেকে সেমি ননস্টপের নন এসি ভাড়া ২০০ টাকা, এসি ভাড়া ২৫০ – ৩০০ টাকা। লোকালের ভাড়া ৯০-১২০ টাকা। কেবিন ভাড়া ঠিক হয় নি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০