রাজধানী আদাবরের সন্ত্রাসী গ্রুপ বিডিএস গ্যাং এর প্রধান সহ আট জন কে আটক করেছে র‍্যাব-৪


নিউজ ডেস্ক - রাজধানী আদাবরের সন্ত্রাসী গ্রুপ“বিডিএসকে” গ্যাং এর প্রধান হৃদয় @হিটার হৃদয়সহ ০৮ জন সদস্যকে দেশি ও বিদেশি অস্ত্রসহ রাজধানীর বিভিন্ন এলাকা ও ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।


র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৩ রাতে ফরিদপুর, রাজধানীর সদরঘাট লঞ্চ স্টেশন, মোহাম্মদপুর বেড়িবাধ এলাকায় অভিযান পরিচালনা করে “বিডিএসকে” গ্রæপের লিডার ১। শ্রীনাথ মন্ডল @হৃদয় @হিটার হৃদয় (২২), জেলা-ঢাকা, ২। মোঃ রবিন ইসলাম@এসএমসি রবিন (২০), জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ রাসেল @ কালো রাসেল (২৫), জেলা-ভোলা, ৪। মোঃ আলামিন@ডিশ আলামিন (২১), জেলা-ভোলা, ৫। মোঃ লোমান@ঘাড় ত্যাড়া লোমান (২১), জেলা-ভোলা, ৬। মোঃ আশিক@হিরো আশিক (১৯), জেলা-ভোলা, ৭। মোঃ জোবায়ের ইসলাম@চিকনা জোবায়ের (১৯), জেলা-মুন্সিগঞ্জ, এবং ৮। মোঃ সুমন@বাইট্টা সুমন (২০), জেলা-ভোলা’দেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যমতে মোহাম্মদপুরে তাদের আস্তানায় অভিযান পরিচালনা করে ০১টি বিদেশি পিস্তল, ০২টি চাপাতি, ০১টি রামদা, ০১টি চাইনিজ কুড়াল, ০৪টি চাকু (বড় ও ছোট), ০২টি হাঁসুয়া, ০১টি কাঁচি এবং ০১টি লোহার রড উদ্ধার করা হয়।  


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24