আশুলিয়ায় পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাজিব আটক
রবিউল ইসলাম -আশুলিয়া প্রতিনিধি-
সাভারের আশুলিয়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. রাজিব হোসেন (২৫) কে ৫কেজি গাঁজাসহ আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (০৭ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী মো. রাজিব হোসেন ঝালকাঠি জেলার কাঠালিয়া থানাধীন দক্ষিণ কৈখালী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকার সামাদ ভূঁইয়ার বাসার ভাড়াটিয়া।
এবিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ ও সঙ্গীয় ফোর্স নিয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজিব হোসেনকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন