আশুলিয়ায় অটোরিকশার সাথে মোটরসাইকেল সংঘর্ষে আহত দুই পুলিশ অফিসার


রাকিবুল ইসলাম সোহাগ -
আশুলিয়ায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুজন হলেন আশুলিয়া থানার এসআই অপূর্ব সাহা এবং এএসআই রিপন বর।

সোমবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা ও তার চালককে পাওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জামাল সিকদার জানান, বিকেল ৩টার দিকে মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য থানা থেকে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে মাটিতে পড়ে যান। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এসআই অপূর্ব সাহাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এএসআই রিপন বর গুরুতর আহত। মুখে কয়েকটি সেলাই লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24