কাশিমপুর জিরানী বাজার এলাকায় এ এসপি পরিচয় দেওয়া ভূয়া পুলিশ সহ আটক ১৯ জুয়ারি

 


গাজীপুরের কাশিমপুরে জিরানী বাজার এলাকায় অভিযান চালিয়ে রঞ্জু আহাম্মেদ নামের এক ভুয়া পুলিশ সদস্য সহ ১৯ জুয়ারিকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৭.০৫ মিনিটের দিকে কাশিমপুরের জিরানী বাজার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অকোটেক্স গার্মেন্টসের সামনে সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে মহাসড়কে যাতায়াতরত বিভিন্ন অটোরিকশা ইজিবাইকে চাঁদাবাজি করছেন এবং জিরানী বাজারের পশ্চিম পানিরশাইল ভাই বোন মার্কেট এলাকায় ১নং আসামি  রুবেল হোসেনের মাটির ঘরের ভিতরে জুয়ার আসর চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ব্যবহৃত ৫২ পিস তাস ও নগদ ৩৭ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ রাফিউল করিম রাফি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ এসপি পরিচয় দেওয়া এক ভুয়া পুলিশ সদস্য সহ গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর চালিয়ে আসছিলেন, এমন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24