টঙ্গীতে ভেজাল শিশু খাদ্য বিক্রির দায়ে আটক ১



মোঃ নজরুল ইসলাম ,টঙ্গী(গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুর টঙ্গীতে ভেজাল চকলেট ও নাটোরের কাঁচা গোল্লাসহ এক যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তার নাম বেলায়েত। পুলিশ জানায়,গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর মধ্য আরিচপুর তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১২ বস্তা ভেজাল চকলেট যাহার প্রতি বস্তার ওজন ২৫ কেজি এবং ২৫ কেজির এক বস্তা বেজাল নাটোরের কাঁচা গোল্লা উদ্ধার করা হয়। বেলায়েত দীর্ঘদিন ধরে টঙ্গীর মধ্য আরিচপুর  ইউসুফ মিয়ার ভাড়া বাসার নীচতলায় থেকে, সাভার এলাকা থেকে ওই চকলেট ও কাঁচা গোল্লা এনে, টঙ্গীসহ আশপাশ এলাকায় ওইসব ভেজাল খাদ্য বিক্রয় করে আসছিলেন। সংবাদ সম্মেলনে টঙ্গি পূর্ব থানার ওসি মোঃ আশরাফুল ইসলাম ওই তথ্য জানান। এব্যাপারে টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু  করা হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24