মৃত্যু দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী নাজমুল হুদাকে বগুড়া থেকে আটক করেছে র‍্যাব


 র‍্যাব১২'র বগুড়া ক্যাম্প ও র‍্যাব-২, ঢাকার যৌথ অভিযানে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যু দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী গাইবান্ধার সুন্দরগঞ্জের রাজাকার নাজমুল হুদাকে বগুড়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব। **


র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।


এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়রে দিক নির্দেশনায় ১৬/০১/২০২৩ ইং তারিখ সন্ধ্যা ৬.০০  ঘটিকায়  র‍্যাব-১২’র বগুড়া ক্যাম্প ও র‍্যাব-২, ঢাকার যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  বগুড়া জেলার সদর থানা এলাকায় একটি পরিচালনা করেন। উক্ত অভিযানে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যু দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী গাইবান্ধার সুন্দরগঞ্জের রাজাকার নাজমুল হুদাকে  গ্রেফতার করেছে।  


গ্রেফতারকৃত আসামীঃ মোঃ নাজমুল হুদা (৭২), পিতা- মৃত রইচ উদ্দিন সরকার, সাং- শারিরাম , থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা। বর্তমান ঠিকানাঃ-  বাসা নং-৪৬, কাজীপাড়া রোড খরতৈল পশ্চিম পাড়া, পো- সাতাইশ ওয়ার্ড নং-৫১, থানা- টঙ্গি, জেলা-গাজীপুর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24