বাজিতপুরে আগামীর বিজয় নামের এনজিও অবৈধভাবে এফডিআর ও ডিপিএস নেওয়ার অভিযোগ



নাঈম ইসলামক,কটিয়াদী  প্রতিনিধি:

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের মিরাপুর গ্রামে আগামীর বিজয় নামের এনজিও'র শাখা অফিস অবৈধভাবে এফডিআর ও ডিপিএস তাদের গ্রাহকদের নিকট থেকে অবৈধ পন্থায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।জানা যায়,আগামী বিজয় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় হচ্ছে কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড এলাকায়। জয়েন্ট স্টক কোম্পানির (ফার্মের) কনসালটেন্ট  জসিম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে আলাপ করলে তিনি বলেন আর.জে.এস.সি সনদ দিয়ে কোনো সংস্থা এফডিআর ও ডিপিএস করার কোনো অনুমতি নেই।তিনি বলেন   বাংলাদেশ ব্যাংকের এম আর এ সনদ নিয়ে তারা শাখা করতে পারবেন বলে উল্লেখ করেন।


অত্র প্রতিষ্ঠানের আগরপুর প্রধান কার্যালয়ের ম্যানেজার মোঃ জুনায়েদ হোসেন এই প্রতিবেদককে বলেন,আপনারা যা ইচ্ছা, তা লিখেন এতে আমাদের কিছু যায় আসে না।


বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোরশেদা খাতুন এ প্রতিনিধিকে বলেন, মাইক্রো ক্রেডিট ও বিভিন্ন শাখা করতে হলে এমআরএ সনদ অবশ্যই লাগবে।তিনি বলেন এ বিষয়টি নিয়ে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০