১২ বছর ধরে আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪


র‍্যাব-১৪, সিপিসি-১(জামালপুর)* ক্যাম্পের একটি আভিযানিক দল 

ঢাকা জেলার খিলগাঁও থানাধীন নন্দীপাড়া হাজীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর পাঁচ মাসের শিশুসন্তান হত্যা মামলায় ১২ বছর ধরে আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত  আসামি মোঃ মোস্তফা(২৮)  কে * গত ০১ জানুয়ারি ২০২৩ ইং তারিখ আনুমানিক  ১৬:৩০* ঘটিকায় গ্রেফতার করে

                                                                                   বাদী মোছাঃ রোজিনা বেগম (২৪), পিতা-মোঃ উজির আলী, সাং- নতুন টুপকারচর, থানা- বকশীগঞ্জ,জেলা -জামালপুর,  ২০০৭ সালে ঢাকা গার্মেন্টসে চাকরি করার সুবাদে বিবাদী মোঃ মোস্তফা (২৮), পিতা- আব্দুর রহিম, সাং- দুধনই গজারী কুড়া, থানা-ঝিনাইগাতী, জেলা-শেরপুর এর সহিত পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক হয়। ০২ বছর পর বাদী সহিত পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিছুদিন দেশের বাড়িতে সংসার করার পর পূর্ণরায় দুজনেই ঢাকায় গিয়ে আবার গার্মেন্টসে চাকরি করে। বাদী গর্ভবতী হলে বিবাদীসহ দেশের বাড়িতে চলে আসে এবং তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম হয়। পরবর্তীতে বাদী তার স্বামীর সাথে বাদীর নিজ বাড়িতে সংসার করতে থাকে এবং জীবিকা নির্বাহের জন্য বিবাদী দিনমজুরের কাজকর্ম করতে থাকেন। বাদীর পিতা নিতান্তই গরিব হওয়ার ফলে বসবাসের জায়গা না থাকায় একই গ্রামের জনৈক মৃত সোহরাব মেম্বার এর ছেলে গিয়াস উদ্দিন (৪৮) এর বাড়িতে একটি পরিত্যক্ত রান্না করে সপরিবারে বসবাস করে আসছিলেন। এমতাবস্থায় গত ২০/০৫/২০১১ ইং তারিখে রোজ শুক্রবার বিকেলে বিবাদীর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্বের সূত্রপাত হয়, কলহের একপর্যায়ে মোস্তফা রোজিনার উপর নির্মম অমানুষিক নির্যাতন চালায়। উক্ত শারীরিক নির্যাতনের ফলে রোজিনা নিস্তেজ হয়ে পড়ে, এতেও মোস্তফার আক্রোশ না কমিলে এক পর্যায়ে মোস্তফা তার পাঁচ মাস বয়সী শিশুসন্তান মোঃ আসিফকে দু পা ধরে ঘরে থাকা ডেকির সাথে সজোড়ে পরপর তিনবার আছাড় দিয়ে জখম করে এবং এর ফলশ্রুতিতে তাদের একমাত্র পাঁচ মাস বয়সী ছেলে মোঃ আসিফ মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে ১০-১৫ মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং মৃত্যুবরণ করে। বিবাদী এই লোমহর্ষক ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশপাশের লোকজন তাকে আটক করে এবং পরবর্তীতে নিকটস্থ থানায় সংবাদ পৌঁছাইলে সংশ্লিষ্ট থানা পুলিশ এসে আসামি মোঃ মোস্তফা ২৮ কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। পরবর্তীতে বিজ্ঞ আদালত কর্তৃক জামিন প্রাপ্ত হয়ে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় বিভিন্ন নাম যথা কুদ্দুস, রজব আলী এবং ইয়াসিন আলী সজীব ইত্যাদি পরিচয় ঢাকার বিভিন্ন স্থানে অটোচালক হিসেবে বসবাস করে আসছিল। পরবর্তীতে বিজ্ঞ আদালত কর্তৃক ২/১২/২০২০ ইং তারিখে মৃত্যুদন্ড রায় ঘোষণা করেন। পরবর্তীতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামীর অবস্থা নিশ্চিত করে জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গত ০১-০১-২০২৩ ইং তারিখ অনুমান ১৬ঃ৩০ ঘটিকায় ঢাকা জেলার খিলগাঁও থানাধীন নন্দীপাড়া হাজীবাড়ি এলাকা হতে ধৃত আসামিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধৃত আসামি উক্ত ঘটনার বিবৃতি দেয় এবং সত্যতা স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে বকশীগঞ্জ থানার মামলা নং-২০,তারিখ ২০/৫/২০১১ ইং, ধারা-৩০২ দঃবিঃ মূলে সংশ্লিষ্ট থানায় মামলা রজু করা হয়। ধৃত আসামিকে ঝিনাইগাতী থানায় উক্ত ধারা মোতাবেক ওয়ারেন্ট মূলে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24