আশুলিয়ায় উদ্ধার হওয়া লাশের পরিচয় সনাক্ত করেছে পুলিশ


রাকিবুল ইসলাম সোহাগ - আশুলিয়ার হাত-পা বাঁধা ও গলায় গামছা প্যাচানো অবস্থায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন’পিবিআইয়ের একটি দল প্রযুক্তির সহায়তায় পরিচয় নিশ্চিত করেন।

শনিবার ( ৭ জানুয়ারি) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে আশুলিয়ার কবিরপুর এলাকার শাখার সড়কের পাশ থেকে অজ্ঞাত হিসেবে ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করা হয়।


পিবিআই জানায়, খবর পেয়ে আমরা প্রযুক্তির মাধ্যমে প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত হয়েছি। তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, নিহতের নাম মো. নরুল ইসলাম (৫০)। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গাড়াদহ ইউনিয়নের মৃত মীর মিজানুর রহমানের ছেলে। বর্তমানে ঠিকানা গাজীপুর সদরের দক্ষিণখাইকুর এলাকায়।


এ বিষয়ে ঢাকা জেলার পিবিআই এর এস আই ইমরান আহমেদ বলেন, নিহতের পকেটে গতরাতে বঙ্গবন্ধু সেতুর মোটরসাইকেলের টোল বিলের কাগজ পাওয়া গেছে। যেখানে রাত ১ দিকের দিকে তিনি সেতু পার হয়ে ঢাকার দিকে আসছিলেন। এছাড়া তার সঙ্গে মোটরসাইকেল থাকার কথা থাকলেও সেটি নেই। কোন ছিনতাইয়ের কবলে পড়েছেন কিনা? সেসব বিষয়েও মাথায় রেখে কাজ করছি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24