দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পিক-আপে ধাক্কা দেওয়ায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে হত্যা মামলার মূল আসামি ঘাতক ড্রাইভার কে আটক করেছে র‍্যাব


দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ডিউটিরত পুলিশ পিকআপ ভ্যানে পিছন থেকে ধাক্কা দিয়ে পুলিশ সদস্য হত্যা সংক্রান্ত ক্লুলেস মামলার রহস্য উদঘাটন এবং প্রধান অভিযুক্তকে  টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানাধীন আশেকপুর বাইপাস এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-০৩, টাঙ্গাইল ক্যাম্প।* 


 উল্লেখ্য যে, গত ০৭-০৮-২০২২ খ্রিঃ তারিখ রাত অনুমান ০২:২২ ঘটিকার সময় গোড়াই হাইওয়ে থানার ডিউটিরত একটি পিকআপকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সূত্রাপুর সাকিনস্থ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অজ্ঞাতনামা বাসের অজ্ঞাতানামা চালক পিছন থেকে স্ব-জোরে ধাক্কা দিলে পিকআপ এর পিছনে বসে থাকা পুলিশের এক জন কনস্টেবল নিচে রাস্তায় পড়ে যায় এবং ঘাতক গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। উক্ত ঘটনায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে একটি মামলা রুজু হলে তদন্তে উন্নত প্রযুক্তির সহায়তায় উপরোক্ত অজ্ঞাতনামা বাস ও অজ্ঞাতনামা বাসের চালককে চিহ্নিত করা হয়। উপরোক্ত অজ্ঞাতনামা বাস হল ঢাকা-বনপাড়া-ঈশ্বরদী-বাঘা রুটে চলাচলকারী SONY বাস এবং অজ্ঞাতনামা বাসের চালকের নাম মোঃ মিজানুর রহমান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০