হত্যা করে দীর্ঘ ১১ বছর পলাতক অবশেষে র‍্যাব-৪ হাতে গ্রেফতার

রাকিবুল ইসলাম সোহাগ - দীর্ঘ ১১ বছর ধরে পলাতক চাঞ্চল্যকর জিল্লুর রহমান হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আরিফুল ইসলাম (৩৮)’কে রাজধানীর রামপুরা থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।



 জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম জিল্লুর রহমান ও আসামীরা গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মামুদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা এবং সর্ম্পকে আত্মীয়-স্বজন। ভিকটিম এর সাথে আসামীদের একটি জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। আসামীরা উক্ত জমি নিয়ে জিল্লুর রহমানের পরিবারকে হত্যার হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছিল। এর প্রেক্ষিতে গত ০৫/০২/২০১২ তারিখ সকালে ভিকটিম জিল্লুর রহমান জমিতে ধান লাগানোর জন্য গেলে আসামীরা পূর্ব পরিকল্পনা মতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জিল্লুরের উপর আক্রমন করে মারাত্মক জখম করে। ভিকটিমের আত্মীয়-স্বজন গুরুতর আহত অবস্থায় জিল্লুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আরিফসহ ১২ জনকে আসামী করে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিজ্ঞ আদালত মামলার বিচারকার্য পরিচালনায় পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ভিকটিম জিল্লুর রহমান হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে আসামী আরিফুল ইসলাম’কে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলা রুজু হবার পর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আরিফুল পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামী হত্যাকান্ডের পর থেকে আত্মগোপন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গত ১১ বছর ধরে ছদ্মবেশ ধারণ করে সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুর, বাড্ডা, রামপুরাসহ পূরান ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান করে আসছিল। এই সময় গ্রেফতারকৃত আসামী ক্রমাগত পেশা ও অবস্থান পরিবর্তন করে আসছিলো। সর্বশেষ র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রামপুরা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা আসামী’কে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এই ধরনের কুখ্যাত খুনিদের বিরুদ্ধে র‌্যাবের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০