আশুলিয়ায় বিষাক্ত মদ সেবন করিয়ে ইন্টারনেট ব্যবসায়ীকে হত্যা চেষ্টা হাসপাতালে মৃত্যু-ভিকটিমের ব্যবসা দখলের চেষ্টা


রাকিবুল ইসলাম সোহাগ -ঢাকার আশুলিয়ার জামগড়া উত্তর মীর বাড়ির বাসিন্দা মোঃ তাজিবুল মীর (৩০) কে ভাই বন্ধুরা মদ সেবন করিয়ে হত্যার চেষ্টা করে, তাকে অসুস্থ অবস্থায়  সাভার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, এরপর তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয় প্রায় ২১ দিন। এরপর ২৮ জানুয়ারি ২০২৩ইং তাজিবুল মীরকে মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার।


জানা গেছে, গত ৬ জানুয়ারি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইলে সুমন মিয়ার ইন্টারনেট অফিসে তাজিবুল মীর ও সুমন মীরসহ ৬-৭ জন ভাই বন্ধু এক সাথে বিদেশি মদ সেবন করে, মদ সেবন করার পর থেকে তাজিবুল মীর অসুস্থ হয়ে পড়েন, এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়, এদিকে তাজিবুল মীরের অবস্থা অবনতি হলে এ ব্যাপারে তাজিবুল মীরের বাবা মোঃ ওয়াহিদুল মীর বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন।


এ ব্যাপারে ভিকটিম তাজিবুল মীরের বাবা ওয়াহিদুল মীর বলেন, আমার ছেলেকে যারা ষড়যন্ত্র করে মদ সেবন করিয়েছে, এই ঘটনার সাথে জড়িত সবার শাস্তি চাই। এখন আমার ছেলের মৃত্যুর জন্য যারা দায়ী সবাইকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছি, দুইদিন আগে আমার ছেলের ইন্টারনেট লাইন কেটে দখলে নিয়েছে মোর্শেদ ভুঁইয়ার ছেলে মোঃ মারুফ ভুঁইয়া (২৬), মৃত তাজিবুল মীর বাবা আক্ষেপ করে আরো বলেন, আমার সন্তান মারা যাচ্ছে আর তারা আমার ছেলের ব্যবসা দখলের পায়তারা করছে, যারা নেট ব্যবসা দখল করতে চেয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমি জোর অনুরোধ করি। 


 এবিষয়ে আশুলিয়া থানার (এসআই) নোমান এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বলে জানান এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।তথ্য রয়েছে এখানে  ইন্টারনেট ব্যবসার আড়ালে ভাদাইলে মাদক ব্যবসা চলছে অহরহ। 

র‍্যাব-৪ এর হাতে ইতিমধ্যে কয়েকজন আটক হলেও অদৃশ্য কারনে আরো বেপরোয়া হয়ে উঠছে মাদক ব্যবসায়িরা।

 আশুলিয়ার জামগড়া উত্তর মীর বাড়ির ওয়াহিদ মীরের বড় ছেলে তাজিবুল মীরকে মদ খাওয়ানো এবং তার মৃত্যুর জন্য যারা দায়ী ও ইন্টারনেট ব্যবসা দখলের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24