শ্রী শ্রী ব্রহ্মচারী পাগল বাবা রামগোপাল আশ্রমের মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত



প্রতিবেদক গৌরাঙ্গ বিশ্বাস ও টাঙ্গাইল জেলা প্রতিনিধি বিপ্লব সরকার, ব্রহ্মচারী পাগল বাবা রামগোপাল আশ্রমে ৬৬ তম মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৪০ প্রহর ব্যাপী এই নাম যজ্ঞ অনুষ্ঠান চলে, ১৪ ই জানুয়ারি থেকে শুরু হয়ে ১৯ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত এ মহানাম যজ্ঞ অনুষ্ঠান চলে। এই অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুগুরু বৈষ্ণব ভক্তের আগমন  আগমন ঘটে, এ অনুষ্ঠানে নাম কীর্তন পরিবেশন করেন, বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় সাতক্ষীরা, কৃষ্ণ পাগল সম্প্রদায়  রংপুর, আদি নন্দ গোপাল সম্প্রদায় সাতক্ষীরা, হরি মন্দির সম্প্রদায় সাতক্ষীরা, আনন্দ সম্প্রদায় উত্তর বাড্ডা কালিহাতী, গণেশ সম্প্রদায় হিংগানগর, অধিবাস কীর্তন অংশগ্রহণ করে পাগল রাম গোপাল সম্প্রদায় আশ্রম কমিটি। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের  চেয়ারম্যান জনাব আনসার আলী বিকম, কালিহাতীর পৌর মেয়র জনাব নুরুন্নবী সরকার, আওয়ামী লীগ নেতা স্বপন সিদ্দিকী,  কালিহাতীর কেন্দ্রীয় জয় কালী মন্দিরের প্রধান উপদেষ্টা বাবু গোবিন্দ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরী,কাউন্সিলর অজয় কুমার দে সরকার( লিটন) কাউন্সিলর আবু বক্কর, এখানে হাজার হাজার ভক্তের আগমন ঘটে,কুঞ্জ সেবায় ছিলেন শ্রী উৎপলেন্দু  কৃষ্ণ দাস (উত্তম পন্ডিত) সেবায়েত পাগল রামগোপাল আশ্রম।  আশ্রম কমিটির সভাপতি বাবু ডঃ সুধীর চন্দ্র পাল তিনি  এই পাঁচদিন ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান সুন্দরভাবে সু-সম্পন্ন হওয়ায় সকল ভক্ত সাধুগুরু বৈষ্ণব এবং কমিটির সকলকে ধন্যবাদ জানান, সাধারণ সম্পাদক বাবু কার্তিক সরকার (দয়াল) তিনি বলেন এই মহানাম যজ্ঞ অনুষ্ঠানের শেষে মহন্ত বিদায় কুঞ্জ ভঙ্গ সেখানে আমরা হাজার লোকের প্রসাদ বিতরণের ব্যবস্থা করব এবং তিনি সকলকে নেমন্তন্ন জানান। এ অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিতি ছিলেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24