বেতাগী-বরিশাল সরাসরি বাস চলাচল সার্ভিসের শুভ উদ্বোধন



মোঃ ইমরান হোসেন 

বেতাগী (বরগুনা) প্রতিনিধি,


বরগুনার বেতাগীতে বেতাগী থেকে বরিশাল সরাসরি বাস চলাচল সার্ভিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। 

এ বাস সার্ভিস উদ্বোধনের ফলে যাত্রীরা এখন থেকে বেতাগী থেকে সরাসরি বাসে বরিশাল যেতে পারবেন। এতোদিন বরিশালের সাথে সরাসরি বাস যোগাযোগ ছিল না। 


রবিবার (১ জানুয়ারী) বিকাল ৪টায় বেতাগী বাসস্ট্রান্ডে বরিশাল-পটুয়াখালি বাস মিনিবাস মালিক সমিতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চূয়ালী প্রধান অতিথি হিসেবে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, বরিশাল বিভাগীয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিবাদ সাদিক আব্দুল্লাহ।


 বেতাগী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ বি এম গোলাম কবিরে’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেতাগী উপজেলা চেয়ারম্যান জনাব মো. মাকসুদুরন রহমান ফোরকান। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. সুহৃদ সালেহীন ও বেতাগী থানার অফিসার ইনচার্জ জনাব মো. আনোয়ার হোসেন। বক্তৃতা রাখেন বরিশাল বাস মালিক সমিতি সাধারণ সম্পাদক সম্পাদক কাওসার হোসেন শিপন ও বরগুনা জেলা বাস মালিক গ্রুপের নির্বাহী সভাপতি নিজামুল হক নাজিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেতাগী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব হাদিসুর রহমান পান্না। 


পরে অতিথিবৃন্দ ফিতা কেটে বাস যাত্রার উদ্বোধন করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24