ধামরাইয়ের চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার আসামি কে আটক করেছে র‍্যাব-৪

 


রাকিবুল ইসলাম সোহাগ -ঢাকা জেলার ধামরাইয়ের চাঞ্চল্যকর ও ক্লুলেস মাকসুদা হত্যা মামলার প্রধান আসামী আব্দুল হক ইব্রাহীম শেখ (৫০)'কে গ্রেফতার করেছে র‌্যাব।

 আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম মৃত মাকসুদা বিবি এবং তার বর্তমান স্বামী পান্নু দুজনই ইট ভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করতো। গ্রেফতারকৃত আসামী আব্দুল হক ইব্রাহীম শেখ (৫০) এর সাথে ২০০৮ সালে ভিকটিম মৃত মাকসুদা বিবি (৩৬) এর বিবাহ হয় এবং বৈবাহিক জীবনে তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। কিন্তু পারিবারিক কলহের জেরে ২০১৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এবং ভিকটিম মৃত মাকসুদা বিবি তার ছেলেকে নিয়ে আসামী ইব্রাহীম শেখের পরিবার ছেড়ে চলে আসে এবং পরবর্তীতে জনৈক পান্নু মিয়াকে বিয়ে করে নতুন জীবন-যাপন শুরু করে। যেহেতু পূর্বের স্বামী ধৃত আসামী ইব্রাহীম এর সন্তান ভিকটিম মৃত মাকসুদা বিবির কাছে থাকে সেই সুবাধে আসামী ইব্রাহীমের সাথে ভিকটিম মৃত মাকসুদার প্রায়শই যোগাযোগ হতো এবং তাঁরা মাঝে-মধ্যে দেখা করতো। 


গত ২৭ ডিসেম্বর ২০২২ তারিখে আসামী আব্দুল হক ইব্রাহীম শেখ (৫০) তাঁর পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাতে ভিকটিম মৃত মাকসুদা বিবির সাথে দেখা করার জন্য ঢাকা জেলার ধামরাই থানার চৌড়াপাড়া এলাকায় আসলে রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় আসামী ইব্রাহীম ভিকটিমকে ফুসলিয়ে চৌড়াপাড়া এলাকার একটি কলাবাগানে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভিকটিম মৃত মাকসুদাকে ধর্ষণ করে। এই ধর্ষণের বিষয় এবং আরো নানাবিধ কারণে তাদের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে আসামী ইব্রাহীম ভিকটিমকে আঘাত করলে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে আসামী ভিকটিমের পরিহিত কাপড় খুলে দুই হাত বাঁধে এবং শ্বাসরুদ্ধ করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরের দিন ২৮/১২/২০২২ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় ধামরাই থানাধীন কালামপুর চৌড়াপাড়া এলাকায় দুই হাত বাধা, নাক দিয়ে রক্ত বের হওয়া অবস্থায় ভিকটিম মৃত মাকসুদা বিবিকে পাওয়া যায়। উক্ত ঘটনাটি প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ভিকটিমের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের নামে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-৪২ তারিখ ২৯/১২/২০২২ ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। ফলশ্রুতিতে র‌্যাব-৪ আসামীদের গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় আসামী আব্দুল হক ইব্রাহীম শেখ ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন এলাকায় অবস্থান করছে যার প্রেক্ষিতে র‌্যাব-৪ ও র‌্যাব-৮ এর যৌথ আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আব্দুল হক ইব্রাহীম শেখ (৫০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ভিকটিম মৃত মাকসুদা বিবি’কে হত্যার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০