গাছাতে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার



টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর গাছা থানার বড়বাড়ী এলাকায় বৃস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটে আটকে থাকা যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মো. নাজমুল হোসেন (৩০), মো. ওমর ফারুক (২৬), মো. রনি (২১) ও মো. ইসমাইল হোসেন (৩০)।

পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ী শাহী জামে মসজিদের সামনে সংঘবদ্ধ হয়ে একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ অবস্থান নিয়ে যানজটে আটকে থাকা যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার  করা হয়। এসময় তাদের দেহতল্লাশি করে ১টি চাইনিজ কুড়াল, ১টি এসএস পাইপ, ১টি কেচি, ১টি চাপাতি, ১টি হাতুড়ি, ১টি হেক্সো বেøড, ২টি দেশীয় লাঠি ও ১টি প্লাস উদ্ধার করা হয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে চায়না রাকিব ও মিন্টু নামে ২ ডাকাত পালিয়ে যায়। তাদের বিরোদ্ধে গাছা থানায় মামলা হয়েছে। গতকাল দুপুরে  এ বিষয়ে গাছা থানার ওসি মোঃ ইব্রাহিম হোসেন সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24