ইয়ারপুর ইউপি উপ-নির্বাচনে বিজয়ী শ্রমিক জনতার প্রার্থী সুমন আহমেদ ভূইঁয়া


মো.মাইনুল ইসলামঃসাভার উপজেলার আশুলিয়র ৪ নং  ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ৪২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস) মার্কা শামীম আহম্মেদ সুমন  ভূইয়া ২৯৮৯ ভোট বেশী পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচনে আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী শামীম আহম্মেদ সুমন ভূইয়া পেয়েছেন ১১,৫৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতিকের প্রার্থী  মোশারফ হোসেন মুসা পেয়েছেন ৮৫৬০ ভোট। কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই  ২৯  ডিসেম্বর  ২০২২ইং রোজ  বৃহস্পতিবার দিনব্যাপী সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।  একটানা সকাল  ৮  টা থেকে শুরু হয়ে সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট প্রদান করেন ভোটাররা। তবে সকালে প্রচন্ড শীত থাকায় এবং স্থানীয় কারখানাগুলোতে ছুটি না দেয়ায় ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচনে সরজমিনে , জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, গোরাট, ইয়ারপুর ও তৈয়বপুর এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিলো। বেলা বাড়ার সাথে সাথে বেশকিছু কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

এর মধ্যে গোরাট এলাকার গোরাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় আরিফ মাদবর ও তার বাবা সাবেক আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন মাদবর নৌকা প্রতিকের পক্ষে প্রভাব বিস্তার করে। এসময় তারা বাড়ি বাড়ি থেকে ভোটারদের ধরে নিয়ে এসে টাকা দিয়ে ভোটকেন্দ্রে নিয়ে ভোট প্রদানে উৎসাহিত করে। এঘটনায় দুপুরের পরে ওই কেন্দ্রে পুলিশের সাথে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে ভোটকেন্দ্রটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া কেন্দ্রের বাহিরে মোটরসাইকেল রেখে জটলা পাকানোর ঘটনায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কয়েকজনকে জরিমানা করেন।  

উপজেলা নির্বাচন কমিশনারের কার্যলায় সূত্রে জানা যায়, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৯টি ওয়ার্ডের ৪২টি কেন্দ্রে ইভিএমএর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে। এ নির্বাচনে ৮৬ হাজার ৩৬১ জন ভোটাধিকার প্রয়োগ করার কথা থাকলেও ২৯ ডিসেম্বর  ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে  চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ভোট কে কত  পেয়েছেন। (১) বকুল ভূঁইয় স্বতন্ত্র ঘোড়া প্রতিক ২ ৯৮  ভোট পেয়েছেন (২) মোশাররফ হোসেন মুসা  বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৮ ৫৬৮ ভোট পেয়েছেন (৩) মো. আকবর হোসেন মৃধা স্বতন্ত্র  অটোরিক্সা  ৭১৯ ভোট পেয়েছেন (৪) মো. আব্দুল রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা  ৫৮০ ভোট পেয়েছেন (৫)  মো. আবুল হোসেন স্বতন্ত্র  মটর সাইকেল ১১৪৫ ভোট পেয়েছেন (৬) শামীম আহম্মেদ সুমন ভূঁইয়া স্বতন্ত্র আনারস  ১১ ৬২০ ভোট পেয়েছেন , (৭) মো. দেলোয়ার হোসেন সরকার  স্বতন্ত্র  চশমা  ২৯০ ৮ ভোট পেয়েছেন।

ভোটারের উপস্থিতি কম থাকায় ২৫ হাজারের  মতো ভোট কাস্ট হয়েছে বলে জানা যায়, সাভার উপজেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলামের কার্যলয় থেকে তিনি বলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দিনব্যাপী আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিলো। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে আনারস প্রতিকে স্বতন্ত্র প্রার্থী শামীম আহম্মেদ সুমন ভুইয়া পেয়েছেন ১১,৫৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকা প্রতিকের প্রার্থী মোশারফ হোসেন মুসা পেয়েছেন ৮৫৬০ ভোট। শামীম আহম্মেদ সুমন ভূইয়া ২৯৮৯ ভোট বেশী পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০