সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রীর দাবী হত্যা ৪ মাস পড়ে কবর থেকে লাশ উত্তোলন


চাঁদপুর প্রতিনিধি- চাঁদপুরের ফরিদগঞ্জে স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে দাফনের চার মাস পর কবর থেকে স্বামীর মরদেহ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে প্রশাসনের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়।

এ সময় কুমিল্লা সিআইডির পরিদর্শক আশরাফুল ইসলাম এবং চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মেশকাতুল ইসলাম উপস্থিত ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত হন আরিফ হোসেন। তবে তার মৃত্যু রহস্যজনক দাবি করে স্ত্রী ইরানি বেগম বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি মামলা করেন। পরে আদালত ইরানির আবেদন গ্রহণ করে পুনরায় ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। স্ত্রীর আবেদনের চার মাস পর কবর থেকে স্বামীর মরদেহআদালতের নির্দেশ অনুযায়ী ফরিদগঞ্জ উপজেলার আরিফের বাড়ির পারিবারিক কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। পরে মরদেহটি আবারও পুনঃময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০