ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে ৪ টি ককটেল বিষ্ফোরন



ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ৪ টি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোন আহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার রাত পৌনে ২ টার দিকে এ ঘটনা ঘটে।


সে সময় ওই স্থান থেকে ৫ টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। তবে ঘটনার পরপরই জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয় পরিদর্শণ করেন।


জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, খুবই অনাকাঙ্খিত ঘটনা।  জেলা আওয়ামীলীগের কার্যালয়ে ককটেল হামলা হলো। এখানে বিএনপি-আওয়ামীলীগ পৃথক পৃথক ভাবে তাদের রাজনৈতিক কর্মসুচি করছিল। কিন্তু হঠাৎ করে আগামী ১০ তারিখের সমাবেশ ঘিরে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অংশ হিসাবে বিএনপিরাই জেলা আওয়ামীলীগের অফিসে হামলার ঘটনা ঘটিয়েছে।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, রাতে বিকট শব্দ শুনে জেলা আওয়ামীলীগের কার্যালয় এলাকায় আসে টহল পুলিশ। সেসময় দেখা যায় কার্যালয়ে উত্তর ও পশ্চিম দিকে ৪ টি ককটেল বিষ্ফোরিত হয়েছে। পাশেই পড়ে আছে আরো ৫ টি ককটেল। পরে পুলিশ ওই অবিষ্ফোরিত ককটেল গুলো উদ্ধার করে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। থানায় এখনও কোন মামলা হয়নি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24