সাভারে বিছানার নিচে কোটি টাকার হিরোইন, আটক ০১ মাদক বিক্রেতা


রাকিবুল ইসলাম সোহাগ -  সাভারে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার অভিযান পরিচালনা করে ১ কোটি ৮০ হাজার টাকা মুল্যের ১ কেজি ৪০০ গ্রামে হেরোইনসহ মোঃ আশরাফ ওরফে ইমাম (৪০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জেলা উত্তর বিভাগ পুলিশ (ডিবি)।

হেরোইনের পেকেটগুলো বিছানার নিচে রেখে দিয়েছিলো এই মাদক বিক্রেতা।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এসব তথ্য জানান ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

তিনি আর বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান রিপনের সরাসরি নির্দেশে এবং ঢাকা জেলা উত্তর ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবশশিরা হাবীব খাঁনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।

এরআগে, গতকাল বুধবার (০৭ ডিসেম্বর) রাত ১০ টার দিকে হেমায়েতপুরের জয়নাবাড়ী পশ্চিমপাড়া এলাকা থেকে হেরোইনসহ তাকে আটক করা হয়।

গ্রেফতার মোঃ আশরাফ ওরফে ইমাম চাঁপাইনবাবগঞ্জ জেলা থানার বটতলা এলাকান মৃত সেকান্দার আলীর ছেলে। সে রাজমিস্ত্রীর পাশাপাশি হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় থেকে পাইকারি ভাবে মাদক বিক্রি করতেন৷

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবিব খানের নেতৃত্বে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভারের হেমায়েতপুরে জয়নাবাড়ি এলাকা অভিযান পরিচালনা করে গ্রেফতার ইমামের বিছানার তোশকের নিচে ছড়িয়ে থাকা সাদা পলিথিন প্যাকে থাকা ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার মূল্য ১ কোটি ৮০ হাজার টাকা।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমে (বিপ্লব) বলেন, আসামিকে জিজ্ঞেসাবাদে আমরা জানতে পেরেছি৷

আসামি ভারতের সিমান্ত লাগোয়া এলাকা চাপাইনবয়াবগঞ্জ থেকে এই মাদকদ্রব্যগুলো নিয়ে আসে৷ মাদকগুলো সাভারে রাখা হয়েছিলো বিক্রির উদ্দেশ্যে। আমরা সাভার মডেল থানায় একটি মাদক মামলা করেছি৷ দুপুরে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০