বরগুনা জেলার শ্রেষ্ঠ'জয়িতা' বিজয়ী সাহেরা বেগম



মোঃ ইমরান হোসেন। বেতাগী উপজেলা প্রতিনিধি। 



সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বরগুনা জেলা পর্যায় ‘জয়িতা’ পুরস্কারে ভুষীত হলেন মোসাঃ সাহেরা বেগম।


শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল ১০ টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সভাকক্ষে বেগম রোকেয়া দিবসে জেলা পর্যায় ‘জয়িতা’ পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহরুন নাহার মুন্নী। 



মহামারী করোনায় বেতাগীর দুই নারীর মৃত্যুতে কেউ যখন এগিয়ে আসেনি মোসাঃ সাহেরা বেগম নিজ হাতে গোসল করান ও স্বামী সন্তান নিয়ে মৃত্যু দেহের দাফন কাজ সম্পন্ন করেন।


গ্রামীণ জনপদে নিরবে নিভৃতে প্রচারবিমুখ নারী উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টি  কাজরে করে যাচ্ছে মোসাঃ সাহেরা বেগম। মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ২০১২ সালে বরগুনার বেতাগীতে আঁধারের নারী কল্যাণ সমিত প্রতিষ্ঠা করে বাল্যবিবাহ নিরুৎসাহিতকরণ, প্রতিরোধ, ইউনিয়ন পর্যায় সচেতনতা সভা, ইভটিজিং প্রতিরোধ কিশোরীদের মনোবল বৃদ্ধিমুলক সভা সহ করোনাকালীন মাক্স, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, বিশেষ করে কিশোরীদের পিরিয়ডকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে সেনেটারী  ন্যাপকিন বিতরণ  করেছেন। 



নারী উন্নয়ন ও ক্ষমতায়নের প্রতিক হিসেবে হাস মুরগি বিতরণ আঙিনায় অনাবাদি  জমিতেই শাক সবজি উৎপাদনের লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন ও রবিশস্যের বীজ বিতরণ করেন।




 জয়ীতা। কেবল নিজের অদম্য ইচ্ছাকে সম্বল আর চরম প্রতিকুলতাকে জয়করে জয়িতারা র্তৃণমূল থেকে সবার অলক্ষ্য সমাজে নিজের জন্য জায়গা করে নিয়েছেন। সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর এই জয়িতাদের খুজেঁ বের করার উদ্যোগ নিয়েছেন। উদ্যোগটির নাম’জয়িতা অন্বেষণে বাংলাদেশ’।

জয়িতাদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছেঃ

১। অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী

২। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী

৩। সফল জননী নারী

৪। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাড়িঁয়েছেন যে নারী।

৫। সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী।


পর্যায়ক্রমে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ ভিত্তিক জয়িতা বাছাইয়ের কাজটি পরিচালিত হয়েছে। 


এরই ধারাবাহিকতায় বেতাগী উপজেলা ও বরগুনা জেলা পর্যায় সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে জয়ীতা পুস্কারে ভুষিত হয়েছেন বেতাগী উপজেলার বেতাগী সদর ইউনিয়নের খোন্তাকাটা গ্রামের মোঃ শাহজাহান হাওলাদারে স্ত্রী ও যুব সংগঠক অলি আহমদের মা মোসাঃ সাহেরা বেগম। 



 বাংলাদেশ সরকার প্রতি বছরের ন্যায় এবারেও সমাজে বিভিন্ন পর্যায়ে উন্নয়নে ভূমিকা রাখেন যে সকল নারী তাদের জয়ীতা পুস্কারে ভুষিত করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24