আশুলিয়ার নারী শ্রমিক ধর্ষন মামলার প্রধান আসামি সহ দুইজনকে জামালপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৪

 রাকিবুল ইসলাম সোহাগ :-ঢাকা জেলার আশুলিয়ার চাঞ্চল্যকর ০৪ মাসের অন্তঃসত্ত্বা নারী ধর্ষণ মামলার প্রধান আসামিসহ ০২ জন’কে জামালপুর জেলার মোলান্দহ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। 


 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। ধর্ষণের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূলের জন্য র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

 ভিকটিম ও আসামী মোঃ নয়ন মনি (৩৪) ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ঢাকা ইপিজেডে একসাথে কাজ করার সুবাদে একটি সুসর্ম্পকের সৃষ্টি হয় যা পরবর্তীতে প্রেমের সর্ম্পকে রুপ নেয়। এরই সুবাদে আসামী ভিকটিমের বাসায় প্রায় যাতায়াত করতো যার একপর্যায়ে গত ১৫ এপ্রিল ২০২২ ইং তারিখ আসামী ভিকটিম’কে নিয়ে ঘুরতে যাওয়া কথা বলে ভিকটিমের বাসায় আসে এবং সন্ধ্যা আনুমানিক ০৭.০০ ঘটিকার সময় ভিকটিমের ঘরের দরজা আটকিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে আসামী ভিকটিমকে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে একাধিকবার জোড়পূর্বক ধর্ষণ করে। সর্বশেষ গত ০৮ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ রাত আনুমানিক ০৮.০০ ঘটিকায় আসামী পুনরায় ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ঘটনার কয়েকমাস পরে ভিকটিম অসুস্থবোধ করে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় ভিকটিম ০৪ মাসের অন্তঃসত্ত্বা। এমতাবস্থায় ভিকটিম আসামী’কে বিবাহের জন্য বললে আসামী ও তার ভাই ভিকটিমকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে। পরবর্তীতে গত ১৫ অক্টোবর ২০২২ ভিকটিম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন যার ফলশ্রুতিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি আসামী গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদ ও স্থানীয় সোর্সের সহায়তায় জানা যায় যে, আসামীদ্বয় জামালপুর জেলার মোলান্দহ থানাধীন এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সহযোগিতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ০৪ নভেম্বর ২০২২ তারিখ ১৭.০০ ঘটিকার সময় জামালপুর জেলার মোলান্দহ থেকে উক্ত চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামী ১। মোঃ নয়ন মনি (৩৪) এবং ২। মোঃ মহসিন সরকার মোহন (৩৬), জেলা-জামালপুরদ্বয়’কে গ্রেফতার করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ নয়ন মনি ও মোঃ মহসিন সরকার আপন সহোদর। আসামী মোঃ নয়ন মনি ভিকটিমকে বিয়ে প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে বলে স্বীকারোক্তি প্রদান করেছে। ভিকটিম বিয়ের কথা বললে আসামী না করে এবং আসামী’র ভাই মোঃ মহসিন সরকার মোহন ভিকটিম’কে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি প্রদান করে ও গর্ভের সন্তান নষ্ট করার পরামর্শ প্রদান করে।

 গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০