আশুলিয়া শিল্পাঞ্চলে নিত্যপ্রয়োজনীয় বাজারে থাকেনা মূল্য তালিকা এ যেন মরার ওপর খাড়া ঘা


রাকিবুল ইসলাম সোহাগ :- সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকায়  নিত্যপ্রয়োজনীয় বাজারে থাকে না মূল্য তালিকা।

ঢাকার অদুরে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে কয়েক লক্ষ মানুষের বসবাস এলাকাটি গার্মেন্টস শিল্প ও কলকারখানা অধ্যূসিত এলাকা হওয়াতে কয়েক লক্ষ শ্রমিকের বসবাস, এরই ধারাবাহিকতায় বিভিন্ন পাড়া মহল্লার ভিতর গড়ে উঠেছে নামে বেনামে বাজার সে সকল বাজারে নেই পন্য মূল্যের তালিকা বিশেষ করে আশুলিয়া বাইপাইল বগাবাড়ি জামগড়া, ৬ তলা বেরন ঘোষবাগ নরসিংহপুর কাঠগড়া  শিল্প এলাকায় বিভিন্ন দোকান যেমন মুদি দোকান,চাউলের আরৎ,গরুর মাংসের দোকান,প্লোট্রি মুরগী দোকান, ক্রোকারিজ সপ সহ অন্যানো দোকান ঘুরে দেখা যায় একই চিত্র কোন দোকানে নেই মূল্য তালিকা। সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে যেখানে রাতদিন পরিশ্রম করে যাচ্ছে সরকার ও দলিয় নেতাকর্মী বৃন্দ সেখানে সরকার কে বেকায়দায় ফেলতে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে অসাধু ব্যবসায়ি চক্র।জাতীয় ভোক্তা অধিদপ্তর কে বৃদ্ধাংগুলি দেখিয়ে ইচ্ছে মত ক্রেতাদের পকেট কাটছে অসাধু ব্যবসায়িরা যেন দেখার কেউ নেই। সাধারন মানুষের ক্রয় ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে নিম্ন আয়ের মানুষ বাজারে যেয়ে পরে যায় দুশ্চিন্তায়। এসময় সাধারণ ক্রেতারা জানান শিল্পাঞ্চলে অবস্থিত বাজার গুলোতে ভোক্তা অধিদপ্তরের নিয়মিত অভিযান থাকলে সাধারন খেটে খাওয়া মেহনতী মানুষের কষ্ট লাঘব হতো অসাধু ব্যবসায়িরা তখন ইচ্ছে মত ক্রেতাদের পকেট কাটতে পারতো না শিল্পাঞ্চলগুলোতে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালনার দাবী জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার সাধারণ মানুষ। 

এদিকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারসাজিতে বাজারে সাধারণ মানুষের ওপর প্রভাব পড়ে দেখে।এরই ধারাবাহিকতায় ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক নিয়ন্ত্রিত প্রতিটি দোকানে বাধ্যতামূলক খাদ্যপণ্যের মূল্য তালিকা লাগানো নির্দেশনা থাকলেও মানেনা সেই নিয়োম আশুলিয়ার ব্যবসায়ি বৃন্দ।  জাতীয় ভোক্তা অধিদপ্তর কি জানেননা আশুলিয়ার  ব্যবসায়িরা।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০