র‍্যাব-৪ এর অভিযানে ছিনতাইকারী ও ডাকাতদলের ১৪ জন সদস্য গ্রেফতার

রাকিবুল ইসলাম সোহাগ;- রাজধানীর দারুস সালাম ও শাহ আলী এলাকায় অভিযান পরিচালনা করে আলপিন-আলামিন গ্রুপের লিডার আল-আমিনসহ ১৪ জন সংঘবদ্ধ ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্যদেরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।


 এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষার কাজ করে আসছে। সাম্প্রতিককালে ঢাকা জেলাসহ নিকটবর্তী এলাকার বিভিন্ন স্থানে যানবাহনে ছিনতাই ও ডাকাতির ঘটনা সংক্রান্তে কয়েকটি অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি বিশেষ গোয়েন্দা দলের ছায়াতদন্তে চাঞ্চল্যকর কিছু তথ্য বের হয়ে আসে যাতে দেখা যায় যে, এসব এলাকার বিভিন্ন পয়েন্টে কিছু সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অবস্থান নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চল হতে আসা সাধারণ মানুষের নিকট হতে ছিনতাইয়ের মাধ্যমে টাকা-পয়সা, মোবাইল সেট, ল্যাপটপসহ সঙ্গে থাকা দামি মালামাল ছিনতাই করে নিচ্ছে। মূলত তারা একটি সংঘবদ্ধ দলে কাজ করে। বিভিন্ন বাস/ট্রাক কাউন্টার/সড়কে এ গ্রুপের তাদের এজেন্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের আইনের আওতায় আনয়নের লক্ষ্যে র‌্যাব-৪ এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

 এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, রাজধানীর দারুস সালাম ও শাহ আলী থানাধীন এলাকায় আলপিন-আল-আমিন গ্রুপের কয়েকজন ছিনতাইকারী সংঘবদ্ধভাবে বেশকয়েকদিন ধরে রাতের অন্ধকারে সাধারণ পথচারী ও যানবাহনে ছুরি, চাকু ও এসএস পাইপ দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ০৬ নভেম্বর ২০২২ তারিখ বিকালে রাজধানীর শাহ-আলী এবং দারুস সালাম থানাধীন দিয়াবাড়ির মোড়ে পাকা রাস্তার উপর পৃথক অভিযান পরিচালনা করে ০৩ টি চাকু, ০২ টি ছুরি, ০২ টি এসএস পাইপ, ১৫ টি মোবাইল, ১৫ টি সীম কার্ড এবং নগদ-৩৫,০০০/- টাকাসহ নিম্নোক্ত ১৪ জন সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্যদের গ্রেফতার করতে সমর্থ হয়ঃ


১। মোঃ আরফিন @ আলপিন (৩১), জেলা-ঢাকা।

২। মোহাম্মদ রাশেদ (৩০), জেলা-ঢাকা।

৩।  মোঃ তানভির হোসেন (২২), জেলা-ঢাকা।

৪।  মোঃ রাকিব (২০), জেলা-নারায়নগঞ্জ।

৫। মোঃ শামীম হোসেন (২০), জেলা-মুন্সিগঞ্জ।

৬। শরীফ হোসেন @ সজীব (২০), জেলা-ঢাকা।

৭। সজীব হোসেন সামি (১৮), জেলা-ভোলা।

৮। রমজান আলী (২০), জেলা-নেত্রকোনা।

৯। মোঃ খাইরুল ইসলাম (১৮), জেলা-ময়মনসিংহ।

১০। মোঃ আমিরে ফয়সাল (১৮), জেলা-ফরিদপুর।

১১। মোঃ আল আমিন মৃধা (২২), জেলা-মাদারীপুর।

১২। মোঃ শরিফুল মৃধা (২০), জেলা-পটোয়াখালী।

১৩। মোঃ সজিব হোসেন (২১), জেলা-ময়মনসিংহ।

১৪। মোঃ জিসান মিয়া (২০), জেলা-ময়মনসিংহ।


৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ আলপিন গ্রুপের লিডার আরেফিন @ আলপিন এর নেতৃত্বে ১০/১৫ জন এবং আল-আমিন গ্রুপের লিডার আল আমিন এর নেতৃত্বে ০৬/০৭ জন সদস্য  রাজধানীর শাহ আলী, দারুস সালাম ও মিরপুর থানা এলাকাসহ আশে পাশের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে পথচারী ও যানবাহনে সাধারণ মানুষকে ছুরি ও চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি দামী জিনিসপত্র ডাকাতি ও ছিনতাই করে আসছিলো এবং ক্ষেত্রবিশেষে ভূক্তভোগীদেরকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করতো। 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ সংঘবদ্ধ ছিনতাই ও ডাকাত দলের বিরুদ্ধে র‌্যাব-৪ এর সাঁড়াসি অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০