সাভারে কলাপাড়া উপজেলা ম্যাজিষ্ট্রেট কে ছুরিকাঘাতের ঘটনায় ০৬ জন কে আটক করেছে পুলিশ

 রাকিবুল ইসলাম সোহাগ :- ঢাকার সাভারে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিকীকে ছুরিকাঘাতের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, এসিল্যান্ডকে ছুরিকাঘাতের ঘটনায় সরাসরি জড়িত পাঁচ জন এবং লুন্ঠিত মোবাইলটি যে দোকানে বিক্রি করা হয়েছিল সেই দোকানিকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪টি সুইচ গিয়ার, ডাকাতি হওয়া মোবাইল ফোন ও নগদ ৬০০ টাকাসহ মোবাইল বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— রাসেল ফকির (২০), মো. নাঈম (২০), মো. কামরুল হাসান (২২), সজীব আহমেদ (২০), মো. আরমান(২০) ও মোবাইলের দোকানদার গোলাম মোস্তফা (২৪)।

এর আগে, গত ২২ অক্টোবর ৪৯ দিনের ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারে আসেন পটুয়াখালীর কলাপাড়ার এসিল্যান্ড আবু বকর সিদ্দিকী।

সোমবার (১৪ নভেম্বর) বিকেলে তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ঢাকা যান তিনি এবং সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন। রাত সাড়ে ১১টায সিঅ্যান্ডবি নামকস্থানে বাস থেকে নামার পর ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল ও টাকা-পয়সা নিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০