জমিসংক্রান্ত জেড়ে ছোট ভাইয়ের স্ত্রীর ঘুষিতে ভাসুর নিহত


ছোট ভাইয়ের স্ত্রীর ঘুষিতে ভাসুর নিহত

                  প্রতীকী ছবি

বগুড়ায় জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের স্ত্রীর কিল-ঘুষিতে ভাসুরের মৃত্যুর অভিযোগ উঠেছে। 


কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের পলি ভুগইল মধ্যপাড়া এলাকায় শুক্রবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।


নিহত আব্দুল গফুর সরদার ওই এলাকার মৃত ইব্রাহীম সরদারের ছেলে। তিনি পেশায় সবজি ব্যবসায়ী। এ ঘটনায় অভিযুক্ত জোসনা বেগমকে আটক করেছে পুলিশ। 


কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 


স্থানীয় ইউপি সদস্য মানিক উদ্দীন প্রাং জানান, ছোট ভাই চান মিয়ার বাড়ির জায়গার মধ্যে আব্দুল গফুরের দুই শতাংশ জায়গা পাওনা ছিল। শুক্রবার সকালে চান মিয়ার  স্ত্রী জোসনা কোদাল দিয়ে গফুরের জায়গার অংশে মাটি কাটা শুরু করে। সংবাদ পেয়ে গফুর সেখানে গিয়ে জোসনাকে মাটি কাটতে বাধা দেন। এ সময় জোসনা রাগান্বিত হয়ে গফুরকে কিল-ঘুষি মারতে থাকে। এতে ঘটনাস্থলেই গফুরের মৃত্যু হয়।


পরে স্থানীয়রা জোসনাকে আটক করে পুলিশকে খবর দেয়। জোসনাকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে।  

 ওসি আমবার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতন্তদের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24