শারদীয় দুর্গাপূজার মহা নবমীর দিনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পূজামন্ডপ পরিদর্শন

মহানগর প্রতিনিধি-শারদীয় দুর্গাপূজার মহা নবমীর দিনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পূজামন্ডপ পরিদর্শন।



শারদীয় দুর্গাপূজার মহা নবমীর দিন গত মঙ্গলবার (০৪ অক্টোবর ২০২২) সন্ধ্যায় বাসন থানার মঙ্গলঘোষ পূজামণ্ডপ, নাওজোড় ও সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির, টঙ্গী বাজার পূজামন্ডপ পরিদর্শন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার)।


পূজামন্ডপ পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। অত্যন্ত আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে নগরীতে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। ধর্ম যার যার উৎসব সবার। দুর্গাপূজা চলাকালীন সময়ে কোন ব্যক্তি বা গোষ্ঠী  নাশকতার চেষ্টা করলে ছাড় নেই। ষড়যন্ত্রকারীদের যে কোন ধরণের অপশক্তি রোধে পুলিশ প্রস্তুত রয়েছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্ভয়ে, নির্বিঘ্নে ও নিঃসংকোচে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য তিনি সনাতন ধর্মাবলম্বীদের আহবান জানান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০