আশুলিয়ায় গভীর গর্ত থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজন কে আটক করেছে র‍্যাব-৪

রাকিবুল ইসলাম সোহাগ :ঢাকার সাভারে গভীর কূপ থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের একজনের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক ছিল; এর জেরেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


আশুলিয়ার নবীনগরে র‌্যাব-৪ (সিপিসি-২) কার্যালয়ে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে এসব জানায় র‌্যাব।

র‌্যাব-৪ (সিপিসি-৩) মানিকগঞ্জের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বলেন, ‘গত ১১ অক্টোবর আশুলিয়ার হাকিমপট্টি এলাকার পলমল গার্মেন্টসের শ্রমিক পলি বেগম কারখানা থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার রাতে শ্রীখন্ডিয়া এলাকার একটি নির্জন স্থান থেকে দুর্গন্ধ পেয়ে গভীর কূপে গলিত মরদেহ দেখতে পায় পলমল গার্মেন্টেের শ্রমিকরা।


এর‘পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এসময় পরনের কাপড় দেখে স্বজনরা মরদেহটি পলির বলে শনাক্ত করে। নিহতের বোন অজ্ঞাতপরিচয়দের আসামি করে মামলা করলে ছায়াতদন্ত শুরু করে র‌্যাব।’

হত্যার মোটিভের বিষয়ে তিনি বলেন, ‘দুই সন্তানের মা পলির সঙ্গে প্রতিবেশী চায়ের দোকানদার রেজাউলের প্রেমের সম্পর্ক ছিল।রেজাউলের দুই স্ত্রী থাকার বিষয়টি জানলেও পলি বিয়ের জন্য তাকে চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে দ্বন্দ্বের কারণে রিকশাচালক বন্ধু সামিউল ও সফিউলকে নিয়ে পলিকে হত্যার পরিকল্পনা করেন রেজাউল।

পরে ১১ অক্টোবর বিয়ের কথা বলে পলিকে শ্রীখন্ডিয়া এলাকায় ডেকে নেয় রেজাউল। সেখানে বন্ধুদের সঙ্গে মিল পলিকে শ্বাসরোধে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করতে গলাকেটে মরদেহ গভীর কূপে ফেলে দেয়।’

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০