ঝিনাইদহের চাঞ্চল্যকর সুবীর হত্যা মামলার দুই পলাতক আসামী র‍্যাবের হাতে আটক

জেলা প্রতিনিধি-ঝিনাইদহের চাঞ্চল্যকর সুবীর হত্যা মামলার দুই পলাতক আসামী  র‌্যাবের হাতে আটক। 


ঝিনাইদহ জেলার সদর থানার চাকলাপাড়া এলাকায় জমি জমা বন্টনের বিষয়কে কেন্দ্র করে অদ্য ০৪ অক্টোবর ২০২২ তারিখ রাতে আসামী নির্মল দাস ও তার সহযোগী অন্যান্য আসামীদের সাথে ভিকটিম সুবীর দাসের পিতা সত্যপদ দাসের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে আসামী নির্মল দাসের প্ররোচনায় আসামী সুনীল দাস তার হাতে থাকা সেভেন গিয়ার চাকু দিয়ে ভিকটিম সুবীর দাসের পিঠে আঘাত করে রক্তাক্ত গুরুতর জখম করে। ভিকটিম মাটিতে লুটিয়ে পরলে আসামীরা ভিকটিমকে এলোপাতারী আঘাত করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। তখন আসামীরা ভিকটিমের পিতা, মাতা ও চাচাকেও চাকু দ্বারা এলোপাতারী আঘাত করে  রক্তাক্ত গুরুতর জখম করে। স্থানীয় লোকজন ভিকটিমসহ অন্যান্য আহতদের চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম সুবীর দাসকে মৃত ঘোষনা করে। এ বিষয়ে ভিকটিমের ভাই বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা  শুরু করে এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।

 এরই ধারাবাহিকতায় অদ্য ০৪ অক্টোবর ২০২২ তারিখ র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত হত্যা মামলার আসামীরা ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ ১৭.৩০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন আরাপপুর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার আসামী ১। নির্মল দাস, সাং-চাকলাপাড়া ২। লিমন জোয়ার্দ্দার, সাং-হাটখোলা, উভয় থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহদ্বয়কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০