বেপরোয়া গাড়ীর ধাক্কায় নারী মৃত্যুর ঘটনায় ঘাতক ড্রাইভার কে আটক করেছে র‍্যাব-৩


রাকিবুল ইসলাম সোহাগ :-রাজধানীর গুলিস্তানে থেমে থাকা একটি বাসের সাথে নিয়ন্ত্রণবিহীন এবং বেপরোয়াভাবে চালিয়ে যাওয়া একটি বাসের ধাক্কায় চাপা পড়ে ০১ জন নারীর নির্মম মৃত্যুর ঘটনায় ঘাতক বাসের চালক মোঃ বাদল মিয়াকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পাচরুখী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।


গত ০৩ অক্টোবর ২০২২ তারিখ আনুমানিক ১০০০ ঘটিকার সময় ভিকটিম হালিমা বেগম (৫০), স্বামী-লাল মিয়া, সাং-আইন্টার, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা রাজধানীর গুলিস্তান সংলগ্ন সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সেখানে ঢাকা নারায়ণগঞ্জ চলাচলকারী আনন্দ পরিবহন বাসকে ঢাকা নরসিংদী চলাচলকারী মেঘালয় পরিবহনের একটি বাস বেপরোয়াভাবে ওভারটেক করছিল। এ সময় বাস দুটির মাঝে চাপা পড়েন ভিকটিম হালিমা। ঘটনাস্থল হতে পথচারীরা ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগে নিয়ে গেলে ১৪০০ ঘটিকায় তাকে মৃত ঘোষণা করা হয়। অতঃপর র‌্যাব-৩ এর অভিযানে ১৭০০ ঘটিকায় ভিকটিমের মৃত্যুর ০৩ ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পাচরুখী এলাকা হতে পালিয়ে যাওয়ার সময় মেঘালয় পরিবহনের ঘাতক বাসটির চালক ১। মোঃ বাদল মিয়া (৪৮) থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী গ্রেফতার হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০