আশুলিয়ায় তিনটি হাসপাতালে জরিমানা মেয়াদোত্তীর্ন ঔষধ ও ফ্রিজে ঔষধের সাথে আদা বাটা সহ লিকুইড দুধ রাখার অভিযোগ


রাকিবুল ইসলাম সোহাগ(আশুলিয়া থেকে)-
সাভারের আশুলিয়ায় তিনটি প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় একটি ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করে সেই কিট রাখার ফ্রিজে আদা বাটা, দুধ ও লেবু পাওয়া গেছে।

ছবি - ঔষধের সাথে রাখা আদা বাটা লেবু দুধ

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জিরানী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক ও অফিস প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল।


এ সময় মেয়াদোত্তীর্ণ টেস্ট কিট, আল্ট্রাসনোগ্রাফ জেল, লাইসেন্স না থাকা ও নির্ধারিত মূল্যের চেয়েও অতিরিক্ত ফি রাখায় অর্থদন্ড করা হয় গাজী ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা, নিউ সুপার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা, নাছির উদ্দিন মেডিক্যাল সেন্টারকে অতিরিক্ত মূল্য নেওয়া ও ভোক্তাদের সাথে প্রতারনার অভিযোগে ৫০ হাজার টাকাসহ ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক ও অফিস প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা পরিচালকের নির্দেশে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে আমরা আজ আশুলিয়ার জিরানি বাজার এলাকায় ডায়াগনস্টিক সেন্টার ও হাসাপাতালে আসি। এখানে এসে গাজী ডায়াগনস্টিক সেন্টারের ফ্রিজে রক্ত পরীক্ষা করে কিট রাখা হয়।যেখানে রাখা হয়েছে আদা বাটা, লেবু ও দুধ। 

এছাড়াও নিউ সুপার ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফ জেলি ও হ্যান্ড সেনিটাইজার মেয়াদোত্তীর্ণ পাওয়া গেছে এবং পাশেই নাছির উদ্দিন মেডিক্যাল সেন্টারে নির্ধারিত মূল্যের অতিরিক্ত ফি রাখার প্রমাণ পাওয়া যায়।তিনি আরো বলেন আমাদের আগামীতেও জনস্বার্থে এমন অভিযান চলবে।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলা অফিসের অতিরিক্ত পরিচালক (প্রচার) শাহ আলমসহ আশুলিয়া থানা  পুলিশের এ এস আই আঃ মতিন সহ অন্যানো সদস্যবৃন্দ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০