কবর দেওয়ার একমাস পরে শিশুর লাশ উত্তোলন,হত্যা মামলা দায়ের



গাইবান্ধা প্রতিনিধিঃরবিন আহম্মেদ 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় হাছিম রায়হান (২) নামের এক শিশু দাফনের একমাস পর কবর থেকে তার মরদেহ উত্তোলন করেছে প্রশাসন।

শনিবার (১৩ আগস্ট) উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে শিশুটির মরদেহ উত্তোলন করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতাখারুল রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সুত্রে জানা যায়, গত ১১ জুলাই ওই গ্রামের রুবেল সরদারের ছেলে হাছিম রায়হান স্বজনদের সঙ্গে বিয়ের দাওয়াত খেতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে ১২ জুলাই বাড়ির পাশের একটি কুপে তার মরদেহ দেখে এলাকাবাসী। পরে স্বজনরা লাশটি উদ্ধার করে ওইদিনগত রাত ১২টার পর পারিবারিক করবস্থানে দাফন করে। পরবর্তীতে ওই শিশুর মৃত্যু নিয়ে সন্দেহ হলে তার মা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা সেরাজুল হক গণমাধ্যম কর্মীদের বলেন, ওই শিশুর মৃত্যু নিয়ে সন্দেহ হলে হত্যা মামলা দায়ের করে মা।

পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে আমি লাশ উত্তোলনের জন্য আদালতে আবেদন করি। এরই প্রেক্ষিতে আদালত অনুমতি দিলে আজ শনিবার উক্ত শিশুর লাশ উত্তোলন করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০