রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, এপিবিএন সদস্য গুলিবিদ্ধ

রাকিবুল ইসলাম সোহাগ -রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, এপিবিএন সদস্য গুলিবিদ্ধ



কক্সবাজারের টেকনাফে নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে আহত হয়েছেন এক আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ গোলাগুলির ঘটনা ঘটে।

আহত এপিবিএন সদস্যের নাম কাউসার। তার বাড়ি নোয়াখালীতে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোহাম্মদ হাসান বারী নুর।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার পর থেকে নয়াপাড়া ক্যাম্পে থেকে থেকে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছিলো। দুপুর আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় এপিবিএনের একটি দল। পরবর্তীতে দুর্বৃত্তরা তাদের ওপরও গুলি ছোড়ে। এসময় এক এপিবিএন সদস্য আহত হন।

তিনি আরো জানান, আহত এপিবিএন সদস্যকে উদ্ধার করে এমএসএফ হাসপাতাল প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০