গাজীপুর জেলায় গণধর্ষণ মামলার ৫ আসামী গ্রেফতার, লুন্ঠিত মালামাল উদ্ধার, মামলার রহস্য উদঘাটন



নওগাঁ থেকে আসা এক স্বামী-স্ত্রী অদ্য ইং ০৬/০৮/২২ তারিখ ভোর ০৩.১৫ ঘটিকার সময় বাসন থানাধীন ভোগড়া বাইপাস হইতে তাকওয়া পরিবহনে মাষ্টারবাড়ী যাওয়ার পথে মাওনা ফ্লাই ওভার পার হওয়ার পর ভিকটিমের স্বামীকে মারধর করে জোরপূর্বক বাস থেকে নামিয়ে দেয়।  অতঃপর উক্ত বাসের ড্রাইভার হেলপারসহ অজ্ঞাত নামা ৫ জন মিলে ভিকটিমকে পালাক্রমে ধর্ষন করে এবং দুষ্কৃতিকারীরা ভিকটিমের সাথে থাকা মোবাইল ফোন, ব্যাগ, নগদ ১০ হাজার টাকা ও খাবারদাবার ছিনিয়ে নিয়ে উক্ত বাসটি ঘুরিয়ে জিএমপি গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তায় ভিকটিমকে নামিয়ে দেয়।  এ ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে শ্রীপুর থানায় মামলা রুজু করে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা ও আদালতে প্রেরণপূর্বক জবানবন্দী রেকর্ড করা হয়েছে।


 উক্ত চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে পুলিশ সুপার গাজীপুর জনাব এসএম শফিউল্লাহ্ বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম & অপস্) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম(বার) এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল, ওসি জয়দেবপুর, ওসি ডিবি ও ওসি শ্রীপুরের অংশগ্রহনে উক্ত ঘটনার ৮ (আট) ঘন্টার মধ্যে সকল(মোট ৫ জন) ধর্ষণকারীকে গ্রেফতারপূর্বক ভিকটিমের ছিনতাইকৃত মোবাইল, ব্যাগ, নগদ ৪ হাজার টাকাসহ অন্যান্য দ্রব্যাদি উদ্ধার করা হয়। ৫ জন আসামীকে ১৬৪ ধারার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।


উদ্ধারঃ 

ভিকটিম এর একটি বাটন মোবাইল, ভেনিটি ব্যাগ, ৪০০০ টাকা, ট্রাভেল ব্যাগ ২টি, চাউল ২ কেজি, ১/২ কেজি+ভুট্টা, ২৫০ গ্রাম পোলার চাউল, এটিএম কার্ড  ১টি, এক বয়ম আমের আচার ও ১ টি তাকওয়া বাস।


আসামী গ্রেফতারঃ মোট ৫ জনঃ


১। মোঃ রাকিব মোল্লা (২৩),পিতা, আলী আকবর, সাং দরিপাড়া, থানা আড়াই হাজার, নারায়ণগঞ্জ, ২। সুমন খান(২০), পিং মৃত সানোয়ার, সাং গুপিরঝুপা, সদর, নেত্রকোনা, ৩। মোঃ সজিব (২৩), পিং মৃত কফিল, সাং কাঠালকাচারি, থানা ত্রিশাল ময়মনসিংহ, ৪।মোঃ শাহিন মিয়া(১৯), পিং তুলা মিয়া, সাং বিলডোলা, থানা হালুয়াঘাট, জেলা ময়মনসিংহ। ৫) মোঃ সুমন হাসান (২২), পিং মৃত নুর আলম, সাং খানমোহাম্মদপুর, থানা রুপসা, জেলা খুলনা


পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থাঃ

শ্রীপুর থানার মামলা নং - তারিখঃ ০৬/০৮/২০২২ খ্রিঃ ধারাঃ নারীও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩) তৎসহ দন্ডবিধি ১৮৬০ এর ধারায় ৩৯৫/৩৯৭ মামলা রুজু।

তথ্য সূত্র বিবিসি নিউজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০