গাজীপুরের চাঞ্চল্যকর সাইদুর হত্যা মামলার আসামি কে আশুলিয়া থেকে আটক করেছে র‍্যাব-৪

রাকিবুল ইসলাম সোহাগঃ গাজীপুরের জয়দেবপুর এলাকার চাঞ্চল্যকর সাইদুর হত্যা মামলার প্রধান আসামী নান্নু শেখ @নূরনবীকে ঢাকা জেলার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।


এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ০৬ অগাস্ট ২০২২ সন্ধ্যা ১৮.০০ ঘটিকায় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে গাজীপুরের জয়দেবপুর এলাকার চাঞ্চল্যকর সাইদুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী দীর্ঘ ০৭ বছর ধরে পলাতক নান্নু শেখ@নূরনবী (৩৭), জেলা-মাগুড়া’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, গত ১৮/১২/২০১৫ তারিখ সকাল ৯.০০ ঘটিকার সময় গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন দেওয়ানবাড়ীর ছায়াতল মার্কেটের পাশে ধানের জমিতে একটি গলাকাটা অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়। পরবর্তীতে স্থানীয় জনতা, স্থানীয় থানা-পুলিশ ও পরিবারের লোকজনের সহায়তায় নিশ্চিত হওয়া যায় যে, অজ্ঞাতনামা লাশটি মোঃ সাইদুল ইসলাম (৩৮) এর। নিহত সাইদুল ইসলাম জয়দেবপুর থানাধীন কোনাবাড়ি এলাকায় অবস্থিত একটি বেসরকারি কোম্পানিতে বাবুর্চি পদে চাকুরী করতো এবং উক্ত কোম্পানির স্টাফ কোয়ার্টারে বসবাস করার পাশাপাশি ফ্যাক্টরির সামনে অস্থায়ী দোকান দিয়ে গেঞ্জি, প্যান্ট ও লুঙ্গি বিক্রি করতো। ভিকটিম বিদেশে যাওয়ার জন্য ঘটনার একমাস পূর্বে চাকরি ছেড়ে দেয় এবং সেই সাথে তার অস্থায়ী কাপড়ের দোকানও বিক্রি করে দেয়। গ্রেফতারকৃত আসামী নান্নু শেখ ভিকটিমের সাথে একই অফিসে চাকরি করতো এবং সেই সুবাদে গ্রেফতারকৃত আসামী ভিকটিমের কাছে স্টাম্পের মাধ্যমে স্বাক্ষর করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধার হিসেবে গ্রহণ করে। ভিকটিম পরবর্তীতে পাওনা টাকা ফেরত চাইলে আসামী নান্নু শেখ তাকে বিভিন্নভাবে ঘুরাতে থাকে। পরবর্তীতে ১৭/১২/১৫ তারিখ রাত ৮.০০ ঘটিকার সময় জয়দেবপুরের কোনাবাড়ি এলাকায় পারস্পরিক কথাবার্তার এক পর্যায়ে গ্রেফতারকৃত আসামী নান্নু একটি মোটরসাইকেলযোগে এসে পাওনা টাকা দিবে বলে ভিকটিমকে তার মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এরপর থেকেই ভিকটিম সাইদুল ইসলাম এর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ভিকটিমকে তুলে নিয়ে যাওয়ার পর আসামী পাওনা টাকা পরিশোধ না করে রাতের অন্ধকারে ধানক্ষেতে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় গাজীপুর জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয় যার নম্বর ৯৩(১২)২০১৫; ধারা ৩০২/৩৪ দন্ডবিধি। উক্ত ঘটনার পর থেকে আসামী নান্নু শেখ পলাতক ছিলো। সে আত্মগোপনের জন্য বিভিন্ন সময় নিজের নাম ও ঠিকানা গোপন করে বিভিন্ন জায়গায় অবস্থান করতো। আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে উক্ত ঘটনা ছাড়াও আরো বেশ কিছু হত্যাকান্ড, ডাকাতি, জমি দখল এর মতো ঘটনার সাথে সরাসরি জড়িত।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হন্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24