প্রতিবেশী কে হত্যার উদ্দেশ্যে মহড়া আটক সাত কিশোর গ্যাংএর সদস্য

 


নরসিংদি প্রতিনিধি-নরসিংদীতে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাদুয়ারচর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ২টি চাপাতি, ২টি চাইনিজ কুড়াল, ও ১টি স্টিলের বড় ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাত্রীকালীন আইন-শৃঙ্খলা রক্ষা ডিউটির সময় গোপন সংবাদ পাওয়া যায়, ওই এলাকায় দেশীয় অস্ত্রসস্ত্রসহ কিছু লোক ঘোরাফেরা করছে। সংবাদ পেয়ে রাতেই পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলেও ৭ জনকে গ্রেফতার করা হয়। এসময় পালিয়ে গিয়েছে একজন।

নরসিংদী মডেল থানার অফিসার ইনর্চাজ ফিরোজ তালুকদার জানান, গ্রেফতারকৃতরা সন্ত্রাসী কার্যকলাপ ও ত্রাস কায়েম করার জন্য অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে। তাদের প্রতিবেশী মো. ডালিম হোসেনকে হত্যার উদ্দেশ্যে তারা ঘটনাস্থলে গিয়েছিল। অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় পলাতক শ্রাবন হানিফাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিদের অচিরেই আদালতে পাঠানো হবে বলেও জানালেন এই পুলিশ কর্মকর্তা।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24