আশুলিয়ায় জাতির পিতার প্রতিকৃতিতে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের বিনম্র শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিনিধি-ঢাকার অদুরে আশুলিয়া শিল্পাঞ্চলে অবস্থিত আশুলিয়া প্রেস ক্লাব মিলনায়তনে ১২ই আগষ্ট বিকাল তিন ঘটিকায় গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের -সাভার -আশুলিয়া ধামরাই শিল্প অঞ্চল কমিটির উদ্যোগে" বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী আলোচনাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় "গার্মেন্টস শ্রমিকদের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এসময় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গার্মেন্টস সমন্বয় পরিষদের সাভার আশুলিয়া ধামরাই শিল্প অঞ্চল কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি"
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি "বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসাইন" সভাটি পরিচালনা করেন গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদের সাভার আশুলিয়া ধামরাই শিল্পাঞ্চল কমিটির সদস্য সচিব নাহিদুল হাসান নয়ন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম সোহাগ।
এসময় বক্তব্য রাখেন বাহারাইনে সুলতান বাহার সিরাজুল ইসলাম রনি "লাভলী ইয়াসমিন "মাহাতাব উদ্দিন শহীদ অধ্যক্ষ কাদির দেওয়ান "কামরুন নাহার "শফিকুল ইসলাম শামীম ইসমাইল হোসেন ঠান্ডু" মরিয়ম আক্তার ।
আরো বক্তব্য রাখেন আশুলিয়া থানা যুবলীগের" আহবায়ক কবির হোসেন সরকার ও সদস্য সচিব মইনুল হোসেন ভূঁইয়া"সানাউল্লাহ ভূইয়া সানী, শাহাবুদ্দিন দেওয়ান,।
এসময় উপস্থিত ছিলেন নাজমুল হক ইমু, মেহেদী হাসান, কামরুল ইসলাম প্রমুখ
বক্তারা বলেন দ্রবমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকের জীবনমানের ব্যাঘাত ঘটছে দ্রুত গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও দ্রুত রেশনিং কার্ড চালু করার আহ্বান জানানো হয়।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন