ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আত্মহত্যা প্রচোরনা মামমলায় পলাতক বাবাকে গ্রেফতার করেছে র‍্যাব


মহানগর প্রতিনিধি- রাজধানীর দক্ষিণখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত সানজানার আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত বাবা মোঃ শাহিন ইসলাম’কে ময়মনসিংহ জেলার গফরগাঁও হতে গ্রেফতার করেছে র‌্যাব।

গত ২৭ আগস্ট ২০২২ তারিখ আনুমানিক ১২৩০ ঘটিকায় ভিকটিম সানজানা (২১) নিজ বাসার ১০ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। ভিকটিম সানজানা ব্র্যাক ইউনিভার্সিটির অত্যান্ত মেধাবী ছাত্রী ছিল। ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে আত্মহত্যার বিষয়ে তদন্ত শুরু করে। এসংক্রান্তে ভিকটিমের মাতা উম্মে সালমা@মনি (৪৪) বাদী হয়ে দক্ষিণখান থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা রুজু করেন, যার নং ডিএমপি, ঢাকার দক্ষিণখান থানা মামলা নং-৫৮, তারিখ ২৮/০৮/২০২২ ইং, ধারাঃ ৩০৬ পেনাল কোড। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচার পায়। পরবর্তীতে আত্মহত্যার প্ররোচনাকারী আসামী শাহিন ইসলাম (৪৯)’কে গ্রেফতারের জন্য র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র‌্যাব-১ নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ৩১ আগস্ট ২০২২ তারিখ আনুমানিক ১২৫৫ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন গফরগাঁও পৌরসভা হতে আত্মগোপনে থাকা নিহতের পিতা মোঃ শাহিন ইসলাম (৪৯), পিতা-মৃত শহিদুল ইসলাম, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট হতে ০১ টি জাতীয় পরিচয়পত্র, ০১ টি ড্রাইভিং লাইসেন্স, ০১ টি ব্যাগ, ০১ টি মোবাইল ফোন এবং নগদ ২,৫০২/- টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সত্যতা স্বীকার করে।    

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে তার মেয়ে সানজানা (২১)’কে পড়ালেখার খরচ না দেয়া, তার ২য় বিবাহ, কাজের মেয়ে সাথে অশোভন আচরণ, ভিকটিমের মাতা উম্মে সালমা@মনি (৪৪)’কে ডিভোর্স দেয়া ইত্যাদি ভিকটিমকে আত্মহত্যা করতে প্ররোচিত করে। আত্মহত্যার পূর্বে ভিকটিমের হাতে লিখা “আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ি। একটা ঘরে পশুর সাথে থাকা যায়, কিন্তু অমানুষের সাথে না। একজন অত্যাচারী রেপিষ্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুন ভাগ্যের সূচনা” চিরকুটটি আলোচিত হইলে আসামী গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। 

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০