আশুলিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ প্রতিমন্ত্রীর নগদ অর্থ ও ত্রান বিতরণ


রাকিবুল ইসলাম সোহাগঃ-ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার অন্তর্গত ইয়ারপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড ঘোষবাগ প্রাইমারি স্কুল সংলগ্ন, মহাসিন ভূঁইয়ার বাড়িতে। গত ১২/০৭/২২ইং বেলা ১১ ঘটিকায় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির মালিক মহাসিন ভূঁইয়ার রুম সহ ২৫ টি ভাড়াটিয়ার রুমের আসবাবপত্র সহ দামী মালামাল সহ প্রয়োজনীয় সকল সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এবং দেড় ঘণ্টা পর ডিইপেজট ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মহাসিন ভূঁইয়ার বাড়িতে থাকা ভাড়াটিয়া শ্রমিক পরিবার গুলো ব্যাপকভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে।এই সংবাদ শোনার পর বাংলাদেশ সরকার এর মাননীয় ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডঃ এনামুর রহমান এনাম (ঢাকা সাভার ১৯আসন) এম পি ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন। 


আজ রোজ বৃহস্পতিবার ১৪/০৭/২২ ইং সকাল ১০ টায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ আর্থিক সহযোগিতা ও ত্রান সামগ্রী বিতরণ সহ সকলের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন মাননীয় ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডঃ এনামুর রহমান এনাম। এছাড়াও প্রয়োজনীয় জিনিস পত্র ক্রয় করার জন্য প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন।ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে তাদের কে সকল সহযোগিতা করার প্রতিশ্রুতি সহ তিনি বলেন যতদিন এই রুম গুলো কমপ্লীট না হবে ততদিন শ্রমিকদের অন্য বাসা ভাড়া ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্রী নিজের থেকে দিবেন।বাড়ীর মালিক কে ৪৫ বান টিন ও বাড়ি সংস্কার করার জন্য নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্রী।এসময় প্রতিমন্ত্রী আরো বলেন আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আছেন এবং আমি আপনাদের পাশে আছি বলে তাদেরকে আশ্বস্ত করেন। সকল সাহায্য সহযোগিতা করার অঙ্গীকার করেন এসময় ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডঃ এনামুর রহমান এনাম।


এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মন্জু, আশুলিয়া থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সুমন আহমেদ ভূঁইয়া, আশুলিয়া থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটির সদস্য কাদের দেওয়ান, লিয়াকত দেওয়ান সহ আশুলিয়া থানা আওয়ামীলীগের নেতা কর্মীরা। আরো উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান শাহেদ, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা। জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির নাজমুল হক ইমু, রাকিবুল ইসলাম সোহাগ,শরিফুল ইসলাম তুষার, বাদল সহ অন্যান্য নেতা কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


এর আগে গত বুধবার ১৩ জুলাই ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সুযোগ্য সন্তান আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সফল সাংগঠনিক সম্পাদক আশুলিয়া থানা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সুমন আহমেদ ভূঁইয়া নিজ অর্থায়নে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল,তেল,আলু, পিঁয়াজ,রসুন, লবণ সহ প্রয়োজনীয় খাদ্য উপকরণ ও নগদ অর্থ বিতরণ করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০