দুর্গম গহীনে বান্দরবান ট্যুরিস্ট পুলিশ সুপারের জরুরী সেবা প্রদান


মোঃ মোফাসসেল সরকার,বিশেষ প্রতিনিধি,

ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং নৃ-বৈচিত্রমন্ডিত প্রাকৃতিক লীলাভুমি পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। এখানকার অধিকাংশ মানুষ দুর্গম পার্বত্য এলাকায় বসবাস করে যেখানে মৌলিক সেবাসমূহ জনগনের দোরগোড়ায় পৌঁছানো  দুরহ ও কষ্টসাধ্য। এ এলাকার অধিকাংশ মানুষ দরিদ্র। সঙ্গত কারণেই এখানে মাথাপিছু আয় এবং ক্যালরী গ্রহনের হার জাতীয় হারের চেয়ে কম। স্বাস্থ্য সেবার প্রাপ্যতা, বিদ্যালয়ে ভর্তির হার, নারী শিক্ষা ও স্বাস্থ্যসম্মত পয়:সুবিধা বিবেচনায় তিন পার্বত্য জেলা নিচের সারিতে অবস্থান করছে। এ প্রেক্ষিতে ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার বান্দরবান এলাকার আর্থ-সামাজিক সূচকসমূহের উন্নয়ন; বিশেষ করে মা ও শিশুর সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসুচী গ্রহণ করে। পুলিশ সুপার প্রতিমাসে দুবার বান্দরবানের বিভিন্ন উপজেলার গহীনে দুর্গম কোন আদিবাসী পাড়ায় অবস্থান করে সেখানকার মানুষদের মাঝে কম্যুউনিটি ট্যুরিজম বিকাশে ধারণা প্রদান করেন। তিনি সেখানকার বসবাসরত পাড়াবাসীদের জন্য বিভিন্ন জীবন রক্ষাকারী ঔষধ, শিশুদের শিক্ষা উপকরণ, তাদের সংস্কৃতি বিকাশে অর্থ সহায়তা প্রদান করে আসছেন। 


গত এক বছরে ট্যুরিস্ট পুলিশ সুপার বান্দরবান রুমা, থানচি ও আলিকদমের দুর্গম ২৩ টির মত আদিবাসী পাড়ায় কম্যুউনিটি ট্যুরিজম বিকাশের জন্য বিশেষজ্ঞ টিম নিয়ে অবস্থান করেন। সেখানে তাঁর নের্তৃত্বে বিভিন্ন জন সেবায় ন্যস্ত ছিল বিশেষজ্ঞ টিম। এর মধ্যে অন্যতম ছিল ভ্রাম্যমান সেবা মোবাইল টিম। এই টিম বিভিন্ন জুম চাষ এলাকায় মানুষের মাঝে তাৎক্ষনিক চিকিৎসা সেবা, ঔষদ প্রদান ও নগদ অর্থ সহায়তা দিয়ে থাকে। 


জানতে চাইলে মোহাম্মদ আব্দুল হালিম বলেন, এখানকার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর মাঝে ট্যুরিস্ট পুলিশ সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই সকল প্রোগ্রামের আয়োজন করা। আমাদের প্রতিষ্ঠানটি যেহেতু আইন শৃঙ্খলা নিয়ে কাজ করে সেইজন্য আমাদের তরফ থেকে জনগনের কল্যানে পুলিশের সেবা সর্ম্পকে ব্যতিক্রমী আয়োজন নিয়ে আমাদের এই উদ্যোগ। আমাদের পক্ষ থেকে বিভিন্ন পাড়াবাসীদের সাধ্য মতো সেবা দেয়ার বিষয়ে অবহিত করা হয়েছে। আশাকরি এর মাধ্যমে পাড়াবাসী সত্যিকার অর্থে ট্যুরিস্ট পুলিশের সেবা সম্পর্কে ওয়াকিবহাল হবে এবং পর্যটন উন্নয়নে পুলিশকে সহায়তার হাত বাড়িয়ে দেবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০