জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই এর ছুরিকাঘাতে বড় ভাই নিহত

রাকিবুল ইসলাম সোহাগঃ-১২/০৭/২০২২ আজ গাজীপুর সিটি কর্পোরেশন এর ৫ নং ওয়ার্ড মাদ্রাসা বাজার সংলগ্ন সরুপাইতলি এলাকায় এঘটনা ঘটেছে সকাল ৯ টায়। নিহতের নাম আলীমুদ্দীন (৪৫) পিতা দিদার উদ্দীন, ছোট ভাই আজগর উদ্দীন (৩৮) পিতা দিদার উদ্দীন, বড় ভাইয়ের কাছে জমি বিক্রি করার কথা ছিল আজগর আলীর। কিন্তু পাশের বাড়ির ডেকোরেটর ব্যাবসায়ী সালাউদ্দিন এর পরামর্শ অনুযায়ী আজগর আলী তার নিহত বড় ভাই আলীমুদ্দীন এর কাছে জমি বিক্রি করতে অস্বীকৃতি জানায়।


এবং পাশের বাড়ির ডেকোরেটর ব্যাবসায়ী সালাউদ্দিন এর প্রলোভনে পড়ে সেই জমি টি সালাউদ্দিনের কাছে বিক্রি করতে চান।আজ মঙ্গলবার সকালে সেই জমির সীমানার মাপ দেওয়া শুরু করেন।আজগর আলী এবং সালাউদ্দিনের পরিবারের লোকজন,জমি মাপা হচ্ছে শুনে বড় ভাই আলীমুদ্দীন বাড়ি থেকে বের হয়ে জায়গায় এসে উপস্থিত হন। সেই সময় ছোট ভাইয়ের সাথে জমি নিয়ে বাক বিতণ্ডা হয় সেইখানে উপস্থিত ডেকোরেটর ব্যাবসায়ী সালাউদ্দিন আগে থেকে ছুরি নিয়ে ঘটনা স্হলে হাজির হন।


আজগর আলী সালাউদ্দিন এর থেকে সেই ছুরি নিয়ে বড় ভাই আলীমুদ্দীনের উপর হামলা করেন, এবং আজগর আলী আলীমুদ্দীনের হাতের ডানায় এবং বুকের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন।আলীমুদ্দীন সাথে সাথে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন, তখন আজগর আলীর থেকে ছুরি নিয়ে ডেকোরেটর ব্যাবসায়ী সালাউদ্দিন সহ খুনি আজগর আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় উপস্থিত থাকা আলীমুদ্দীনের এক বাতিজা তাদের কে আটক করার চেষ্টা করলে। তাকে ও ছুরিকাঘাত করেন সালাউদ্দিন এবং আজগর আলী সহ সালাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 


এরপর স্হানীয়রা পার্শ্ববর্তী নারী ও শিশু হাসপাতাল নিয়ে যাওয়ার পথে আলীমুদ্দীন মৃত্যু বরণ করেন।অপর দিকে আহত আলীমুদ্দীনের বাতিজা কে নারী ও শিশু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। এলাকা বাসী সহ নিহত আলীমুদ্দীনের পরিবার ঘাতক আজগর আলী কে অতি দ্রুত গ্রেফতার করে,সবর্চ্চো শাস্তি ফাঁসির দাবি করেছেন। সালাউদ্দিন সহ সালাউদ্দিন এর পরিবারের সকল সদস্যরা পালিয়েছে বাড়িতে ঝুলছে তালা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০