সাভারে শিক্ষক হত্যা: ক্লাসে ফিরেছে হাজী ইউনুছ আলী কলেজের শিক্ষার্থীরা।



নাজমুল হক ইমু:সাভারের আশুলিয়া শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় হাজী ইউনুছ আলী কলেজের শিক্ষা কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকার পর আজ থেকে স্বতঃস্ফূর্ত ভাবে ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা৷ 


শনিবার (০২ জুলাই) সকালে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটিতে গিয়ে এমন চিত্র দেখা গেছে। 


আরও গেছে, প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থীর উপস্থিত লক্ষ করা গেছে। সকাল ৭ টা থেকে প্রাথমিক ক্লাস ও ১০ টা থেকে মাধ্যমিক ক্লাস শুরু হয়৷ পুলিশের একট দল টহল দিচ্ছে৷ 


এরআগে, গতকাল শুক্রবার (০১ জুলাই) নিহত শিক্ষক উৎপল কুমার সরকার স্মরণে এক শোক ও মতবিনিময় সভায় প্রশাসনের পক্ষ থেকেও শিক্ষক ও শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেয়া হয়েছিলো।


হাজী ইউনুছ আলী কলেজের অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, গতকাল আমাদের স্কুলে একটি সভা হয়েছে সেই সভায় পুলিশের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আমাদের সার্বিক নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন। ছাত্রদের উত্তাল আন্দোলনের কারণে এতদিন তারা বিক্ষিপ্ত ছিলো এবং লেখাপড়ার বেশ অবনতি হয়েছে। সামনে এসএসসি এবং ইন্টারমিডিয়েট (এইচএসসি) পরীক্ষা। তাই আমরা তাদের দ্রুত ক্লাসে ফেরানোর চেষ্টা করেছি। আজ থেকে ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিত সকালের শাখায় ৫৩ শতাংশ ও দুপুর শাখায় ৬০ শতাংশ। ইতোমধ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হয়ে গেছে। আমরা দুই-এক দিন ক্লাস নিয়ে ছুটির জন্য পড়ার নির্দেশনা দিয়ে ছুটি দিয়ে দেব। 


এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, আমরা স্কুলের আশেপাশে পাশেই অবস্থান করছি। স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা হয়েছে। শিক্ষার্থীরা ক্লাস করছে। আমরা সব সময় স্কুলের আশেপাশে এলাকাতেই থাকবো। 


গত শনিবার (২৫ জুন) দুপুরে হাজী ইউনুস আলী কলেজে মেয়েদের ক্রিকেট খেলা চলার সময় পেছন থেকে শিক্ষক উৎপলকে কাঠের স্টাম্প দিয়ে হামলা করে জিতু দাদা নামের এক ছাত্র। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এক দিনপর রোববার (২৬ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এঘটনায় রোববারেই নিহতের ভাই অসীম কুমার সরকার বাদি হয়ে আশুলিয়া থানায় জিতুর নামে একটি মামলা দায়ের করে। ঘটনার চারদিন পর বুধবার (২৯ জুন) জিতুর বাবাকে কুষ্টিয়া থেকে ও জিতুকে গাজীপুর থেকে গ্রেফতার করে দুইজনকে ৫ দিন করে রিমান্ড দিয়েছে আদালত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24