ফ্যান্টাসী কিংডমে বিনোদন প্রেমীদের উপচে পড়া ভীড়


রাকিবুল ইসলাম সোহাগঃঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড এলাকার জামগড়া অবস্হিত এশিয়ার সর্ববৃহৎ থীম পার্ক ফ্যান্টাসী কিংডম।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমে দর্শনার্থীদের ভিড় বাড়িয়ে তুলেছে বিনোদন কেন্দ্রটির আমেজ এবং আনন্দময় পরিবেশ।

ফ্যান্টাসি কিংডমে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লেগেই আছে।


কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স ফ্যান্টাসি কিংডম।ওয়াটার কিংডম, এক্সট্রিম রেসিং কার, মোটেল আটলান্টিক ও হেরিটেজ পার্কসহ পাঁচটি বিনোদন কেন্দ্র নিয়ে এবারের ঈদে বর্ণালি সাজে সেজেছে বাংলাদেশের সর্ববৃহৎ থীম পার্ক ফ্যান্টাসী কিংডম।

এখানে রয়েছে দারুণ সব-রাইড চমৎকার সময় কাটানোর দর্শনার্থীদের জন্য একটি নিরাপদ মনোরম পরিবেশ। ফ্যান্টাসি কিংডমে রয়েছে।রোলার কোস্টার, জায়ান্ট ফ্লাস, সান্তা মারিয়া, ম্যাজিক কার্পেট, হ্যাপি ক্যাঙ্গারু, বাম্পার কার, ওয়ার্লি বার্ড, বাম্পার বোট, জিপ অ্যারাউন্ড, ওয়াটার অ্যাডভেঞ্চার, ইজি ডিজি,ভোলড্রোজার,ভরট্রেক্স টানেল,থ্রীডি সিনেমা,গেম জুন,জুজু ট্রেনসহ মজার সব রাইড। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বিনোদন মুলক খেলা সহ খাওয়া-দাওয়ার জন্য আছে ছোট ছোট ফুড কোর্টসহ তিন তারকা মানের আশুলিয়া ক্যাসেল, লিয়া রেস্তোরাঁ ও ওয়াটার ক্যাফে,চটপটি ফুসকার জন্য রয়েছে বুবু ২ চটপটি ফুসকা হাউজ।


পার্কের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্টের হেড অব মিডিয়া অ্যান্ড পিআর মাহফুজুর রহমান টুটুল জানান, ঈদের প্রথম সাত দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে ফ্যান্টাসি কিংডম ও ওয়াটার কিংডম।

ফ্যান্টাসি পার্কে ভিজিটরদের কথা চিন্তা করে এবার আমরা ১২০০ টাকা এবং ১৫০০ টাকার একটি প্যাকেজ ছেড়েছি এই প্যাকেজে একজন ভিজিটর ফ্যান্টাসি কিংডমের এন্ট্রি, হেরিটেজ পার্ক সহ ৮টা রাইড সেই সাথে ওয়াটার কিংডমের এন্ট্রি, অলরাইড এবং এক্সট্রিম রেসিং করতে পছন্দ করে সেই এক্সট্রিম রেসিং অথবা লাঞ্চ অথবা ডিনার যাতে খুব কম খরছে একটি ফ্যামিলি যাতে একটা ফ্যামিলি তাদের পরিপূর্ণ বিনোদনটা নিতে পারেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০