না ফেরার দেশে চলে গেলেন সম্পাদক অমিত হাবিব, দেশের বার্তা 24 এর গভীর শোক প্রকাশ

রাকিবুল ইসলাম সোহাগঃ চলে গেলেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করে। 



গত ২১ জুলাই অফিসে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অমিত হাবিব। এ সময় দ্রুত তাকে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয় তাকে।

এদিকে সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পত্রিকা পরিবারের সদস্য বৃন্দ। 

দেশ রুপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের বার্তা 24 অনলাইন পত্রিকা পরিবারের সদস্য বৃন্দ। 

এসময় দৈনিক দেশের বার্তা 24 অনলাইন পত্রিকার প্রকাশক মোঃ রাকিবুল ইসলাম সোহাগ, সহ সম্পাদক নাজমুল হক ইমু গভীর শোক জানিয়ে বলেন,দৈনিক দেশ রুপান্তর পত্রিকা সাধারণ মানুষের মনে আস্থা যুগিয়েছে, নিরলস ও সৎ সাহস নিয়ে কাজ করছিলো উক্ত প্রতিষ্টানের সকল প্রতিনিধি গন,একমাত্র বটবৃক্ষ দেশ রুপান্তরের সম্পাদক অমিত হাবিবের সৎ সাহস অক্লান্ত প্রচেষ্টায়। তার এই হঠাৎ না ফেরা দেশে চলে যাওয়া সাংবাদিক সমাজের জন্য অপুরনীয় অধ্যায়, আমরা দেশ রুপান্তর পত্রিকার সম্পাদক পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং প্রতিনিধি বৃন্দদের সর্বাত্মক মঙ্গল কামনা করছি। 


সিনিয়র সাংবাদিক অমিত হাবিবের সংক্ষিপ্ত পরিচয় 

২০০৩ সালে দৈনিক যায়যায়দিন পত্রিকায় প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন খ্যাতিমান সাংবাদিক অমিত হাবিব। ২০০৭ সালে চীনের আন্তর্জাতিক বেতারে বিদেশি বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়ে বেইজিংয়ে চলে যান। তবে পরের বছরই দেশে ফিরে দৈনিক সমকালে প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন তিনি। সর্বশেষ কর্মস্থল দেশ রূপান্তরের আগে সমকাল ছাড়াও দৈনিক কালের কণ্ঠ ও যায়যায় দিন পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন অমিত হাবিব।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24