সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
আল মুনসুর(আশুলিয়া প্রতিনিধি)- :-সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত ১০-০৬-২০২২ইং তারিখ ৮ঃ৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন পলাশ বাড়ীস্থ মােঃ মানিক হােসেনের বাড়ির ভাড়াটিয়া মােছাঃ মলি আক্তার,(২৫) পিতাঃ ছামাদ সেখ,গ্রাম, জিয়নপু থানাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ।
নিহতের স্বামীর নাম মােঃ মজনু মোল্লা পিতাঃ লােকমান মোল্লা,সাংঃ খলসী, থানাঃ দৌলতপুর , জেলাঃ মানিকগঞ্জ ।
খোজ নিয়ে জানা যায়,স্বামীর সাথে জমি নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেড়ে মলি আক্তার অভিমান করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে আশুলিয়া থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।
.jpg)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন