লক্ষিপুরের দশম শ্রেনীর ছাত্রী কে খুলনা থেকে উদ্ধার করেছে র্যাব-অপহরন ও ধর্ষনকারি আটক
খুলনা প্রতিনধি:-লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের পর এক স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণের ঘটনায় আনাছ আলী সুমন নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার(১১ জুন) রাত ১০টার দিকে ছাত্রীর মা বাদী হয়ে সুমনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রায়পুর থানায় মামলা দায়ের করেন।এর আগে সকালে খুলনা জেলার রূপসা থানাধীন আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে ছাত্রীকে উদ্ধার ও সুমনকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার সুমন একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
র্যাব জানায়, ভুক্তভোগী কিশোরী রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে সুমনের মোবাইলের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে। গত ২৩ মে দুপুরে ওই কিশোরী বাড়ির পাশে হাটতে গেলে সহযোগীদের নিয়ে সুমন তাকে অপহরণ করে। পরে সুমন তার এলাকা খুলনার রাজাপুর গ্রামে কিশোরীকে নিয়ে যায় এবং তাকে একাধিকবার ধর্ষণ করে।
অপহরণের পর ২৭ মে ছাত্রীর মা র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় খুলনার আইচগাতী ইউনিয়নের রাজাপুর থেকে কিশোরীকে উদ্ধার ও সুমনকে গ্রেফতার করে। এতে নোয়াখালীর টিমকে র্যাব-৬ খুলনা সহযোগিতা করেছে।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক খন্দকার মো. শামীম হোসেন বলেন, অপহরণ ও ধর্ষণের ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সুমনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন