প্রেমিকার বাসা থেকে সংবাদ কর্মীর লাশ উদ্ধার,আটক প্রেমিকা


 রাকিবুল ইসলাম সোহাগঃ- রাজধানীর কদমতলীতে প্রেমিকার বাসা থেকে আশিকুল হক পিন্টু (৩১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পিন্টু একটি ইংরেজি দৈনিক পত্রিকায় সার্কুলেশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনায় মৃত যুবকের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এরপর মৃত যুবকের প্রেমিকা শাফিয়া বেগমকে (২৭) গ্রেফতার করা হয়।

শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ।

পিন্টুর বড়ভাই আরিফুল হক চৌধুরী দাবি করেন, পিন্টুকে খাবারের সঙ্গে বিষাক্ত অথবা নেশা জাতীয় কিছু খাইয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে কদমতলী মাতুয়াইল মেডিকেল গলির একটি ভবনের পাঁচতলা থেকে পিন্টুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, পিন্টুর শরীরে ক্ষতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে কদমতলী থানার ওসি বলেন, শাফিয়া নামের এক তরুণী তার ভাবিসহ মেডিকেল গলির ওই বাড়িতে বসবাস করেন। ভাবি গ্রামের বাড়িতে যাওয়ায় ওই তরুণী বাসায় একাই ছিলেন। শাফিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পিন্টু বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে ওই বাসায় আসেন। বাসায় আসার কিছুক্ষণ পর থেকে বমি বমি ভাব ও অসুস্থতাবোধ করেন পিন্টু। রাত ৪টার দিকে পিন্টু চরম অসুস্থ হয়ে পড়েন।

পরে বাসার দারোয়ানসহ ওই বাসার অন্যদের ডাকেন শাফিয়া। শাফিয়ার কান্নাকাটি ও চেঁচামেচি শুনে লোকজন এসে দেখেন ওই যুবক মারা গেছেন। পরে থানায় এসে আমাদের সংবাদ দেন শাফিয়া।

ওসি প্রলয় কুমার সাহা আরও বলেন, শাফিয়া জানিয়েছেন, তিন মাস আগে মোবাইল ফোনে কথোপকথনের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর অন্য জায়গায় তাদের দেখা হলেও এই প্রথম বাসায় আসেন পিন্টু।

অভিযুক্ত শাফিয়া বেগমের বাড়ি মুন্সিগঞ্জে। তিনি কদমতলীতে ভাইয়ের বাসায় থাকতেন। এর আগে শাফিয়ার বিয়ে হলেও সেখানে তালাক হয়ে যায়। তার একটি কন্যাসন্তানও আছে বলে জানা যায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০