আশুলিয়ায় পোশাক শ্রমিকের নাবালিকা মেয়েকে ধর্ষন,প্রধান আসামী র‍্যাবের হাতে গাজিপুর থেকে গ্রেফতার

রাকিবুল ইসলাম সোহাগ :- আশুলিয়া নরসিংহপুরের(নিশ্চিন্তপুর) ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গাজীপুর থেকে গ্রেফতার। 



১লা জুন বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ষন মামলার বাদী মোসাঃ রেখা খাতুন।

এসময় পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রধান আসামি মোঃ আশিক  আমার নাবালিকা ১৫ বছরের মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে ফুসলিয়ে গভীরতা  রাতে তার(আসামীর) নিজ বাসায় নিয়ে যায় বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এ সময় মেয়েটির আত্মচিৎকার আশেপাশের লোকজন এসে আশিকের বাসার বাথরুম থেকে মেয়েটিকে উদ্ধার করে, উদ্ধার করার পরে আশিকের পরিবার বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে তাদের  নিজ রুমে হেফাজতে  রাখে পরবর্তীতে আসামীর ভাই রবিন ও তার ভাবি আশিককে পালিয়ে যেতে সহযোগিতা করে  বিষয়টি এজাহার সূত্রে  জানা যায়।

এ ঘটনায় ভুক্তভোগী গত ১৫ মে ২০২২ ইং আশুলিয়া থানায়  নারি ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ ঘটনাস্থলে আসামীদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করে। 

পরবর্তীতে র‍্যাবের একটি চৌকস টিম গাজীপুর  এলাকা থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি আশিক কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামী কে ১লা জুন রাতে আশুলিয়া থানায় হস্তান্তর করেন। 

এসময় গ্রেফতার কৃত আসামী কে আশুলিয়া থানা পুলিশ ০২ জুন সকালে আশিককে কোর্টে প্রেরণ করে।

এসময় ধর্ষনের স্বীকার মেয়েটির মা রেখা খাতুন বলেন,আমি ও আমার স্বামী একই পোশাক কারখনা শারমিন গ্রুপে কাজ করি আমরা ডিউটি গেলে আবার যেন কোন ঝামেলা না হয় ও আমার নাবালিকা মেয়ের ওপর কোন ক্ষতি না হয় সেই আশংকা করছি, আমরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমার নাবালিকা মেয়ের এখন কি হবে তার ভবিষ্যৎ কি হবে এই বিষয়ে সকল প্রশাসনের নিকট সহযোগীতা কামনা করছি,আমরা আমাদের পরিবারের সার্বিক নিরাপত্তার দাবি জানাচ্ছি।.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24