কুয়াকাটায় সাগরে ডুব দিয়ে নিখোঁজ ব্যক্তি চেন্নাইয়ে উদ্ধার

নিউজ ডেস্ক :-


 পটুয়াখালীর কুয়াকাটা সাগর সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ পর্যটক ফিরোজ শিকদারের (২৭) সন্ধান মিলেছে ভারতের চেন্নাইয়ে, দাবি বড় ভাই মাসুদ শিকদারের। নিখোঁজের ৭ দিন পর শনিবার (৪ জুন) দুপুর ১ টার পরে বড় ভাইকে মোবাইল ফোনে জানিয়েছেন ফিরোজ নিজেই। তিনি এখন ভারতের চেন্নাইয়ে কোস্টগার্ডের হেফাজতে রয়েছেন 

জেলার গলাচিপা উপজেলার আম খোলা বাজারের ভাই ভাই গার্মেন্টস দোকানের মালিক মাসুদ সিকদার  প্রতিবেদকে ফিরোজ শিকদারের বক্তব্যের বরাত দিয়ে জানান যে, গত ২৭ মে দুপুরে বন্ধুদের সাথে সাগরে সাতার কাটতে নেমে প্রবল স্রোতের তোড়ে সাগরের গভীরে ভেসে যায় ফিরোজ, পরবর্তীতে সাগরে ভাসমান একটি কলাগাছে ভর দিয়ে ভাসতে থাকেন। গভীর সাগরে ভাসমান অবস্থায় ভারতীয় জেলেরা  তাকে উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ডকে খবর দেয়। কোলকাতার উদ্দেশ্যে তাকে চেন্নাই এয়ারপোর্ট এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে, বিকেল পাঁচটার দিকে জানান ফিরোজ।  


মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, গত ২৮ তারিখে ফিরোজ তার ভাই, বন্ধু ও আত্মীয়-স্বজনের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হন বলে মহিপুর থানায় একটি জিডি করেন তার বড় ভাই।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, বিষয়টি ফিরোজের ভাই তাকে মোবাইল ফোনে জানিয়েছেন। কোন মোবাইল ফোন নাম্বার দিয়ে তাকে জানিয়েছেন সেই নাম্বারটি চেয়েও মাসুদ শিকদারের কাছ থেকে পাননি বলে  প্রতিবেদককে জানান তিনি।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০